এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফোন ট্যাপ নিয়ে এবার কার্যত তৃণমূলের বিরুদ্ধে বোম পাঠালেন দিলীপ ঘোষ, বিতর্ক তুঙ্গে

ফোন ট্যাপ নিয়ে এবার কার্যত তৃণমূলের বিরুদ্ধে বোম পাঠালেন দিলীপ ঘোষ, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিন যাবত পেগাসাস বিতর্ক নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে কিভাবে বিভিন্ন ব্যক্তির ওপর নজরদারি চালানো হচ্ছে, তা নিয়ে একটি সংবাদ প্রকাশ্যে আসে। আর তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কার্যত এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকারকে। সে দিকেই ইঙ্গিত করে আজকে একুশে জুলাই এর মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তাঁর ফোনো ট্যাপ করা হচ্ছে বলে তিনি জানান। আর তৃণমূল নেত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি।

কার্যত কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিচারপতিদের ফোন ট্যাপ করা হচ্ছে। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দেখান, তিনি সাবধানতা হেতু নিজের ফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে আটকে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে একটার পর একটা সাঁড়াশি আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তখন কার্যত বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিল্লি রাজঘাট থেকে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন ট্যাপ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সে ব্যাপারে তিনি সাক্ষী করে দিয়েছেন বর্তমান তৃণমূল নেতা মুকুল রায়কে। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় বলেন, তিনি বিজেপি বিরোধী কোনো নেতার সঙ্গে কথা বলতে পারবেননা, কারণ সেক্ষেত্রে ফোন ট্যাবের ভয় কাজ করবে। ব্যক্তিগত সুরক্ষা কতটা রক্ষিত হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকছে। অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন, মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে আসার পর মুকুল রায়ের ফোন ট্যাপ করা হয়েছিল এবং তৃণমূল নেত্রীর নির্দেশে এ কাজ হয়েছে বলে দাবী করেন দিলীপ ঘোষ। এ ব্যাপারে দিলীপ ঘোষ জানিয়েছেন, মুকুল রায় আদালতের শরণাপন্ন হয়েছিলেন ফোন ট্যাপের জন্য।

পাশাপাশি দিলীপ ঘোষের অভিযোগ, মোবাইল ট্যাপ করা কার্যত কংগ্রেসের সংস্কৃতি। একটা সময় ইন্দিরা গান্ধীও একই কাজ করতেন। পরবর্তীতে যা তৃণমূল কংগ্রেস করে চলেছে। খুব স্বাভাবিকভাবেই পেগাসাস কান্ড নিয়ে কার্যত সোমবার বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দেশের বিরোধী শিবির। এই অবস্থায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলকে ফোন ট্যাপিংয়ে অভিযুক্ত করে মুকুল রায়কে সাক্ষী করলেন তা ব্যাপক চাঞ্চল্য জাগিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এখনো পর্যন্ত দিলীপ ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে বা মুকুল রায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই নিয়ে যে আগামী দিনে বিতর্ক বাড়বে তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!