এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শহীদ দিবসের মঞ্চে মুকুল, মমতার চাপ বাড়িয়ে বোমা ফাটালেন শুভেন্দু!

শহীদ দিবসের মঞ্চে মুকুল, মমতার চাপ বাড়িয়ে বোমা ফাটালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে বিতর্ক চলছে। খাতায়-কলমে এখনও পর্যন্ত তিনি বিজেপির বিধায়ক। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পর তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তির কথা জানিয়ে দেন। পরবর্তীতে বিধানসভার ভেতরে সেই মুকুল রায়কে বসতে দেখা যায় বিজেপির বেঞ্চে। তবে দল বদল করে নিজের বিধায়ক পদ বাঁচানোর জন্যই মুকুল রায় এই কৌশল অবলম্বন করছে বলে দাবি করতে শুরু করে ভারতীয় জনতা পার্টি।

আর এই পরিস্থিতিতে পিএসি চেয়ারম্যান পদের দাবিদার হয়ে সেই গুরুত্বপূর্ণ পদ অর্জন করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আর তারপর থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের পাশাপাশি তাকে কেন এই গুরুত্বপূর্ণ পদের চেয়ারম্যান করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। তবে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও, পিএসি চেয়ারম্যানের জন্য লড়াই করার সময় তিনি এখনও পর্যন্ত বিজেপি পার্টির মেম্বার বলে দাবি করতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অর্থাৎ খাতায়-কলমে বিজেপির বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করা মুকুল রায় যাতে এই চেয়ারম্যান পদে থাকেন, তার জন্যই কৌশলী মন্তব্য করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মুকুল রায় যে বাস্তবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তা শহীদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার উপস্থিতির ঘটনাতেই কার্যত পরিষ্কার হয়ে গেল। মুখে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বিজেপি পার্টির মেম্বার বলে পিএসির চেয়ারম্যান যাতে তাদের দখলে থাকে, সেই চেষ্টা করেছিলেন। কিন্তু বুধবার তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে মুকুল রায়ের উপস্থিতি নয়া হাতিয়ার তুলে দিল বিজেপির বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর হাতে।

প্রসঙ্গত, বুধবার তৃণমূলের ভার্চুয়ালি শহীদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায় কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়কে। তবে মঞ্চে থাকলেও, কোনোরূপ বক্তব্য রাখেননি তিনি। আর সেই ছবিকে হাতিয়ার করেই একটি টুইট করেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মুকুল রায় বিজেপি পার্টি মেম্বার বলে অভিহিত করেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই মুকুল রায়ের বসে থাকার ঘটনাতেই কার্যত পরিষ্কার যে, মুকুলবাবু এখন তৃণমূলের সদস্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পিএসির চেয়ারম্যান পদ লাভ করার জন্য যে মুকুল রায় বিজেপি পার্টির মেম্বার বলে সেই গুরুত্বপূর্ণ জায়গা দখলের কৌশলের জন্যই এই মন্তব্য করেছিলেন, সেই বিষয়টি তুলে ধরতে চাইলেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিক থেকে রীতিমতো মুকুল রায়ের তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে উপস্থিতির ছবিকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এখন এই ছবিকে সামনে রেখে বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে এতদিন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও, তিনি বিজেপির বিধায়ক। তাই শুভেন্দু অধিকারী তার বিধায়ক পদ খারিজের জন্য যে কথাই বলুন না কেন, তাতে কাজের কাজ কিছুই হবে না।

কিন্তু শুভেন্দুবাবু সুযোগ খুঁজছিলেন, কিভাবে তৃণমূল এবং মুকুল রায়কে চাপে ফেলা যায়। আর সেই সুযোগ পেয়ে শহীদ দিবসের মঞ্চের ছবি তুলে ধরে রীতিমতো টুইট করে ঘাসফুল শিবিরকে বিড়ম্বনার মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল কিংবা মুকুল রায়ের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!