এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার মাঝেই নতুন দুশ্চিন্তা! ভারী বর্ষণে ভাসতে চলেছে বাংলার একাধিক জেলা! জানুন বিস্তারিত

করোনার মাঝেই নতুন দুশ্চিন্তা! ভারী বর্ষণে ভাসতে চলেছে বাংলার একাধিক জেলা! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেই রাজ্যের করোনা পরিস্থিতি চরমে। তার মধ্যে আবার নতুন আতঙ্ক জাগাচ্ছে ঘনঘোর বর্ষা। বর্ষার প্রবেশ ইতিমধ্যেই ঘটেছে রাজ্যে তবে তীব্র বর্ষার আশংকা পাওয়া যাচ্ছিল না। তবে গত দুদিনে যেভাবে মুষলধারায় বৃষ্টি হয়েছে বহু জায়গায়, তাতেই জল জমে বন্যা পরিস্থিতির শুরু। এই পরিস্থিতিতে অবশ্য এখনো আশার খবর শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। বরং আশংকা করা হচ্ছে, সামনের বেশ কিছুদিন মৌসুমী বায়ু তার দাপট দেখাবে রাজ্য জুড়ে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টিপাত। রীতিমতো বন্যার ভ্রুকুটি সেখানে। নদীগুলি ফুঁসছে প্রবল জলভারে। এই অবস্থায় কলকাতাবাসী অবশ্য এতদিন পর্যন্ত ভ্যাপসা গরমে ভুগছিল। কিন্তু গত দুদিন যেভাবে কলকাতায় বৃষ্টি হয়েছে, তাতে তাপমাত্রা কমেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী জানা যাচ্ছে, সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা। যদিও গত দুদিনের বৃষ্টিতে এমনিতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে, আগামী মাসের 3 এবং 4 জুলাইয়ের পর কলকাতা জুড়ে শুরু হবে প্রবল বৃষ্টি। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে জেলা জুড়েই। সদ্যই রাজ্যের উপর দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান। ঘুর্ণিঝড় আমফানের দগদগে স্মৃতি এখনো জেলাজুড়ে তীব্রভাবে বর্তমান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে বন্যার আশঙ্কা তীব্রতর হচ্ছে।

অন্যদিকে রাজ্যের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বর্ষার হাত ধরে যদি রাজ্যে প্রবেশ করে আরো বেশ কিছু রোগ, যেমন- ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া তাহলে অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, করোনার সাথে জোট বেঁধে যদি এই রোগ গুলি শুরু হয়, তাহলে পরিস্থিতি আরো বেগতিক হয়ে উঠবে। আপাতত বন্যার ভ্রুকুটি থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গু পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে কড়া নজর রাখছে রাজ্য সরকার বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!