এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিদ্রোহী বিধায়করা যোগ দিলেও অস্বস্তি অব্যাহত বিজেপিতে, জানুন বিস্তারিত

বিদ্রোহী বিধায়করা যোগ দিলেও অস্বস্তি অব্যাহত বিজেপিতে, জানুন বিস্তারিত


 

দরজায় কড়া নাড়ছে কর্নাটকের বিধানসভা উপনির্বাচন। জানা গেছে, 15 টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস থেকে বরখাস্ত হওয়া বিধায়করা বিজেপিতে নাম লিখিয়েছেন। আর 15 জন বিজেপিতে নাম লেখাতেই এবার গেরুয়া শিবিরে নতুন বনাম পুরনোর দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করল। বস্তুত, দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্দল প্রার্থী হিসেবে আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির স্বার্থ বাচেগৌরা এবং কবিরাজ উরসকে। আর এবার বিজেপির পক্ষ থেকে এই দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গেছে, তারা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গেরুয়া শিবির তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরও তারা সেই নির্দেশ না মানায় এবার তাদের দল থেকে বহিষ্কার করল গেরুয়া শিবির। কিন্তু কেন তারা বিজেপি ত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন!

একাংশ বলছেন, সদ্য বিজেপিতে যোগদানকারী কংগ্রেসের বিধায়ক এমটিবি নটরাজন কর্নাটকের হাসোকটে কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। আর নিজের আসনে অন্য কাউকে গেরুয়া শিবির প্রার্থী করায় রীতিমত ক্ষুব্ধ হন এখানকার বিজেপি বিধায়ক স্বার্থ বাচেগৌরা। আর এরপরই নির্দল হিসেবে তিনি নিজের মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে বিজেপির অস্বস্তি বাড়িয়ে সেই নির্দল প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে সেই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি জেডিএস। আর বিজেপির দুই বিধায়ক এইভাবে দল ত্যাগ করে নির্দল হয়ে দাঁড়ানোয় কর্নাটক বিধানসভা উপনির্বাচনের আগে গেরুয়া শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি নেতৃত্বের উচিৎ ছিল, কংগ্রেসত্যাগ করা ব্যক্তিদের টিকিট না দিয়ে আগে দলের সুরক্ষায় পুরনোদের টিকিট দেওয়া। কিন্তু সেটা না করে যেভাবে কংগ্রেস থেকে আসা ব্যক্তিদের উপনির্বাচনের জন্য টিকিট দিয়ে দিল গেরুয়া শিবির, তাতে দলের এই দ্বিধা-বিভক্ত ভাবমূর্তি তাদের কাছে ফুটে উঠল। আর যার ফলেই এখন দল ছেড়ে 2 বিধায়ক বেরিয়ে নির্দল প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করলেও তবে বিজেপি ত্যাগ করা এই দুই নির্দল প্রার্থী পদ্মের অস্বস্তি বাড়িয়ে দিতে কতটা সক্ষম হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!