এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বুধবার পশ্চিমবঙ্গ ওড়িশার একাধিক অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। ঘূর্ণিঝড় আম্ফানের মতো ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা আছে ঘূর্ণিঝড় যশের। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার একাধিক অঞ্চলে প্রবল বর্ষণ ও ৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও অন্যান্য পদস্থ আধিকারিক।

গতবছরের আম্ফান ঝড়ের স্মৃতি এখনো রয়েছে মানুষের মনে। এই পরিস্থিতিতে করোনা অতিমারীর মধ্যেই এবার আসতে চলেছে ঘূর্ণিঝড়
যশ। পরিস্থিতির মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে আজ এক বিশেষ বৈঠকে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে চলেছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন টেলিকম, বিদ্যুৎ, যাত্রীবাহী বিমান পরিবহন, ভূবিজ্ঞান মন্ত্রকের একাধিক সচিব ও পদস্থ আধিকারিকরা। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আরও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় যশের মোকাবেলাতে কেন্দ্রের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জরুরি বিভাগে ছুটি বাতিল করে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। সমস্ত প্রস্তুতি নিজে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। উপকূল ও নদী তীরবর্তী এলাকাগুলি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছেন তিনি। ত্রাণশিবিরে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!