এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের জয় নিয়ে কি বলছেন তৃণমূল সুপ্রীমো? আসন্ন ছয়দফায় কি আবার পাওয়া যাবে মমতা ব্যানার্জ্জীকে প্রার্থী হিসাবে?

নন্দীগ্রামের জয় নিয়ে কি বলছেন তৃণমূল সুপ্রীমো? আসন্ন ছয়দফায় কি আবার পাওয়া যাবে মমতা ব্যানার্জ্জীকে প্রার্থী হিসাবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারাদেশে নজর ছিল আজ নন্দীগ্রামের ওপর। কারণ, বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ নন্দীগ্রামের লড়াই হল আজকে। আর এই নন্দীগ্রাম থেকেই প্রথমবার লড়াই করতে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে তাঁর বিরুদ্ধে ছিলেন বরাবরের তৃণমূল নেতা যিনি এখন বিজেপি শিবিরে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারী। দিনের শুরু থেকেই নন্দীগ্রামে ছিল টানটান উত্তেজনা এবং দিনের শেষ পর্যন্ত সেই উত্তেজনা বজায় রইল। অন্যদিকে নন্দীগ্রামের ভোটের শেষে তৃণমূল নেত্রী আত্মবিশ্বাসী হয়ে জানিয়ে দিলেন 90 শতাংশ ভোটে তৃণমূল জিতছে।

বিগত দিনে কথা উঠেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ছাড়া অন্য কোন আসনে লড়তে পারেন বলে। কিন্তু আজকে ভোটের পর তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোন আসন থেকে এবারের বিধানসভা নির্বাচনে আর লড়াই করবেন না। বরাবরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী লড়াই করেন তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকে। কিন্তু এবার শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে যাবার পর তৃণমূল নেত্রী নন্দীগ্রামের হাল ধরেন এবং সেখান থেকে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধীদের দিকে। প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায়, ভবানীপুর আসনটির দায়িত্ব নিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে যেহেতু কোনো আশঙ্কা নেই, তাই তিনি অন্য কোন আসনে লড়াইয়ের জন্য নতুন করে কোনো রকম মনোনয়ন জমা দেবেন না। বেশ কিছুদিন যাবত বিরোধীমহল থেকে শোনা যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারের ভয়ে অন্য জায়গা থেকে মনোনয়ন জমা দেবেন। এমনকি এরকম মন্তব্য শোনা গেছে স্বয়ং প্রধানমন্ত্রীর গলাতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবারই জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী হেরে গেলে অন্য কোন জায়গা থেকে কি তিনি আবার মনোনয়ন জমা দেবেন?

সরাসরি প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর না দিলেও তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জয়ের ঘোষণা করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন 90 শতাংশ ভোট পেতে চলেছে তৃণমূল। তাই অন্য কোন আসন থেকে লড়াই করার আর কোন প্রশ্নই নেই। দুই দফা ভোট মিটলো। কিন্তু এখনো 6 দফা ভোট বাকি। লড়াই চলছে সেয়ানে সেয়ানে। এবারের নির্বাচন কার্যত তৃণমূল এবং বিজেপি দুই তরফের কাছেই বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্যই লড়াইয়ের ময়দানে ভালো রকম টেক্কা দিচ্ছে সংযুক্ত মোর্চা। আপাতত নজর সবার 2 রা মের দিকে। নবান্নের দখল কে নিতে চলেছে, তা ওইদিনই পরিষ্কার হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!