এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী

BREAKING NEWS – হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনা আবহে এমনিতেই থমথমে দেশ, রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মাঝেই রাজনৈতিক মহলের উদ্বেগ বাড়িয়ে আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। আজ দুপুর ১২:৩০ টা নাগাদ নিজের বাসভবনেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

২০০০ সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হওয়ার পর ২০০৩ পর্যন্ত সেখানের মুখ্যমন্ত্রী ছিলেন তত্‍কালীন কংগ্রেস নেতা অজিত যোগী। কিন্তু ২০১৬ সালে দলের সঙ্গে মতান্তরের কারণে অজিত যোগী দল ছেড়ে নিজের নতুন দল গঠন করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সকালের দিকে সুস্থই ছিলেন তিনি। হঠাৎ করে দুপুর ১২:৩০ তা নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথাথেই তাঁকে রায়পুরের শ্রীনারায়াণ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে আপাতত ভেন্টিলেটরে রাখতে হয়েছে, শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেও জানা গেছে।

আপাতত তাঁর সঙ্গে তাঁর বিধায়ক স্ত্রী রেনু যোগী এবং ছেলে অমিত যোগী রয়েছেন। ইতিমধ্যেই বিজেপি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি তাঁর সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুটা সময় না কাটলে তাঁর অবস্থা স্থিতিশীল কিনা বলা যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!