এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি নয় ‘কংগ্রেসের হাতেই’ থাকবে ত্রিপুরার ক্ষমতার ব্যাটন?

বিজেপি নয় ‘কংগ্রেসের হাতেই’ থাকবে ত্রিপুরার ক্ষমতার ব্যাটন?

১২ জন সদস্য নিয়ে মন্ত্রীসভা গঠিত হতে পারে ত্রিপুরায় । যার মধ্যে ইতিমধ্যে ৯ জনের শপথ হয়েছে। বাকি ৩ জন কোনো শিবির থেকে হতে চলছে সে নিয়ে জল্পনা তুঙ্গে । যেখানে সরকার চালাতে দরকার ৩১ জন বিধায়ক সেখানে বিজেপির একক ভাবেই আছে ৩৫ জন বিধায়ক। কিন্তু বিজেপির ৫১ জন প্রার্থীর মধ্যে ৪১ জন নির্বাচনের আগেই কংগ্রেস থেকে দল বদল করে বিজেপিতে এসেছেন। এদিকে খাঁটি বিজেপি হিসেবে যারা জয়লাভ করেছেন তাঁদের সরকার চালানো দূরের কথা বিধায়ক পদের কোনো অভিজ্ঞতা নেই। এমনকি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই প্রথম বারের বিধায়ক। এই সকল নতুন বিধায়কদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে তৃণমূলের নেতা হয়ে শেষমেশ বিজেপি-তে যোগদান করা সুদীপ রায় বর্মণ । রাজ্যপাল তথাগত রায় এদিন মুখ্যমন্ত্রী বাদে যে ৮ জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুদীপ বাবু। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর বক্তব্যে অর্থ দফতরের দায়িত্ব নিতে চলেছেন তিনি এমন আভাস পাওয়া গেলো। তিনি বললেন, ”রাজনীতি করতে এসে ভাল-মন্দ অনেক দিন দেখেছি। এ বার কাজ শুরু করতে হবে। প্রথম কাজ, বাজেট করতে হবে। পূর্ণাঙ্গ বাজেট না হলে অন্তত ভোট অন অ্যাকাউন্ট।” এই কথা থেকে কিছুটা হলেও আন্দাজ করা যায় তাঁর অর্থমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের সম্ভবনার কথা।আর তাই মনে করা হচ্ছে যে বিজেপি নয় ‘কংগ্রেসের হাতেই’ থাকবে ত্রিপুরার ক্ষমতার ব্যাটন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!