এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে প্রান হারালেন কংগ্রেস কর্মী!

নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে প্রান হারালেন কংগ্রেস কর্মী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মরসুমে হিংসা ক্রমশ বাড়তে শুরু করেছে। দিকে দিকে প্রান হারাচ্ছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা। আর এরই মাঝে সোমবার রাতে বোমাবাজির ঘটনায় প্রান হারালেন এক কংগ্রেস কর্মী। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদ এলাকায়। ভোটের আগে এক কংগ্রেস কর্মীর বোমাবাজির ঘটনায় মৃত্যু রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে এলাকাজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে পাঁচ দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। আগামী অষ্টম দফায় রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন। কিন্তু এর মাঝেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। জানা গেছে, সোমবার রাতে হরিহরপাড়া বিধানসভার অন্তর্গত বিলধারীপাড়ার ঘোষালপুর এলাকায় তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়।

যেখানে গুলি এবং বোমার লড়াই চলে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। জানা গেছে, মৃতের নাম কাশেম আলি। এদিন তিনি যখন নামাজ পড়ে ফিরছিলেন, তখনই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আর তার সাথে সাথেই তিনি গুরুতর আহত অবস্থায় ভর্তি হন হাসপাতালে। তবে পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

একাংশ বলতে শুরু করেছেন, ভোটের ময়দানে এরকম নানা ঘটনা ঘটতে শুরু করেছে রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর আক্রমণ আনা হচ্ছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক কংগ্রেস কর্মীর মৃত্যু রীতিমত তৃণমূলকে অস্বস্তির মুখে ফেলে দিল। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!