এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা ব্যানার্জী পরবর্তী নির্বাচন কমিশনার হোন – অভিনব প্রস্তাব বিজেপি নেতার

মমতা ব্যানার্জী পরবর্তী নির্বাচন কমিশনার হোন – অভিনব প্রস্তাব বিজেপি নেতার


শুক্রবার কোচবিহারের বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সন্মেলন। ঐ সম্মেলনে বক্তব্য রাখলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। তাঁর বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিলো তৃণমূল বিরোধীতা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ভাবে আক্রমন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কদিন আগে জেলার প্রশাসনীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষণে বলা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য সময়সূচীকে নিয়ে রাহুল বাবু বিদ্রুপ করে এদিন বললেন, “সবই যদি কমিশন জানে, তাহলে সিনহা সাহেবের কমিশনের পদে থেকে কি লাভ! বরং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনের চেয়ারে বসিয়ে, ওঁনার সরে যাওয়া উচিত্‍! মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারে বসতে চাইলে, আমাদের কোনও আপত্তি নেই।” গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্ব দলীয় সম্মেলনের বিষয়ে কার্যত অভিযোগের সুরে রাহুল বাবু জানালেন,”বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক হতাশাজনক। রাজ্য নির্বাচন কমিশনের উচ্চপদে থেকে তিনি যেভাবে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের বলে জানিয়ে দিয়েছেন, তাতে স্পষ্ট উনি ওই নিরপেক্ষ পদের মর্যাদা লঙ্ঘন করেছেন। তাই রাজ্য নির্বাচন কমিশনের মত গুরুত্বপূর্ণ পদে এ কে সিনহার থাকার কোনও অধিকার নেই। অবিলম্বে ওঁনার পদত্যাগ করা উচিত্‍।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!