এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল নেত্রী প্রশ্ন তুললেন নন্দীগ্রামের ভোট নিয়ে, পাশাপাশি প্রাধানমন্ত্রীর ভোটের দিন বাংলায় আসা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল নেত্রী প্রশ্ন তুললেন নন্দীগ্রামের ভোট নিয়ে, পাশাপাশি প্রাধানমন্ত্রীর ভোটের দিন বাংলায় আসা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে দিনভর উত্তেজনা চরমে রইল নন্দীগ্রামকে ঘিরে। রাজ্যজুড়ে দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম ছিল সংবাদ শিরোনামে। দিনের শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন নির্বাচনী বুথে এবং সেখান থেকে বেরোনোর পর ঘোষণা করে দিলেন এবারের নির্বাচনে 90 শতাংশ ভোটে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তবে নন্দীগ্রামের গণতন্ত্রের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী। আজকে দিনভর নন্দীগ্রামের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক অভিযোগ উঠে আসতে থাকে। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে ভোটারদের আটকে দেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছিল।

নন্দীগ্রামের বয়ালে ভোট দাতাদের বুথে ঢুকতে দেওয়া হয়নি- এই অভিযোগে তৃণমূল নেত্রী বুথকেন্দ্রে বসেই টুইট করেন রাজ্যপালকে। অন্যদিকে বৃহস্পতিবার যখন সবার নজর নন্দীগ্রামের দিকে, তখনই বাংলায় একের পর এক সভা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলায় ভোট চলাকালীন কিভাবে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী? এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দীগ্রামে জেতার ব্যাপারে 100% নিশ্চিত তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন দুই দফার 30 টি আসনে মোট ষাটটি আসনে ভোট হয়েছে এবং প্রত্যেকটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে বলে তৃণমূল নেত্রী দাবি করেছেন। অন্যদিকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচন কমিশনকে একের পর এক তোপ দেগেছেন। তিনি জানিয়েছেন, প্রায় 63 টি অভিযোগ করেছেন কমিশনকে ভোট নিয়ে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে রাজ্যে। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন তৃণমূল নেত্রী নিরপেক্ষ থাকার। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোট নিয়ে পাল্টা জানিয়েছেন, বয়ালের মানুষকে অপমান করেছেন তৃণমূল নেত্রী। তার জবাব তিনি পাবেন। সবমিলিয়ে আজ বাংলার বিধানসভা নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামের দিকেই বাংলা সহ সারাদেশের নজর ছিল সকাল থেকে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন রাজ্যের ভোট প্রচারে। তা নিয়েও উত্তেজনা চরমে বাংলা জুড়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!