এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিরাপত্তার কারণে বাতিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, তাই নতুন পরিকল্পনা

নিরাপত্তার কারণে বাতিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, তাই নতুন পরিকল্পনা


আগামীকাল ২৬ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইসময় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। সূত্র মারফত জানা গেছে, আগামীকাল দুপুরের পর কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে নদীপথে রওনা হবেন তিনি। কচুবেড়িয়া পৌঁছাতে আড়াই থেকে তিনঘন্টা লেগে যাবে। সেই হিসেবে সন্ধ্যার সময় পৌঁছাবেন সাগরে। সেখানে দ্বীপের কন্যাশ্রীরা মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। মেলা অফিস সংলগ্ন জনস্বাস্থ্য দপ্তরের বাংলোতে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছেন। আগামী ২৭ জানুয়ারি বুধবার সাগরে কৃষিমেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেবেন তিনি। ওইদিন সাগরমেলা প্রাঙ্গন ও সমুদ্রতট ঘুরে দেখবেন এবং কপিলমুনির মন্দিরে পূজো দেবেন। পরে প্রশাসন ও মেলার কাজে যুক্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করতে পারেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাগরদ্বীপ ছেড়ে কলকাতার দিকে রওনা দেবেন।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে সাজসাজ রব। চারিদিকে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্পের হোডিং ও ফ্লেক্স লাগানো ,রাস্তাঘাট পরিষ্কার, দ্বীপ ও তটের বিভিন্ন জায়গাতে জঞ্জাল ফেলার ভ্যাট বসানো হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নামকরণ করা সমুদ্রোতটের ভোর সাগর,ঢেউ সাগর,ডুব সাগর পুরোটাই ঝকঝকে হয়ে গিয়েছে। কপিলমুনি মন্দিরের আশপাশও সাফ হয়ে গিয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে জেটিঘাটের নিরাপত্তায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!