এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাঁসখালি তৃণমূল কর্মী খুনে বড় মোড়, গ্রেপ্তার তিন

হাঁসখালি তৃণমূল কর্মী খুনে বড় মোড়, গ্রেপ্তার তিন

গত শনিবার বড় চুপরিয়া থেকে তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত শুক্রবার হাঁসখালি থানার অর্ন্তগত বড় চুপড়িয়ায় এক‌ তৃণমূল কর্মী খুন হন, প্রাথমিক তদন্তে যাদের নাম উঠে আসে তারা,নুরুল হাসান, রফিক মন্ডল,ও আমির বিশ্বাস, তাদের বাড়ি বড় চুপড়িয়াতেই।‌ ওই দিন দুস্কৃতিদের গুলি ও‌ বোমার আঘাতে খুন হন, আলিবুদ্দিন শেখ। শনিবার তৃণমূল মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপধ্যায় দুস্কৃতিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তার যে দলেরই হোক কেউ ছাড়া পাবে না, তার পরই সেই‌ দিন রাতেই পুলিশ তিন‌জনকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে ধৃত নুরুল হাসানের কাকা মান্নানের খুনের ঘটনায় জড়িত ছিল বলে জানা যায়। স্থানীয় কেউ কেউ অনুমান করছেন সেই খুনের ‌বদলা নিতে এই পাল্টা খুন হওয়ার সম্ভবনা। বিরোধীরা দাবী করে যে সাধারন গোষ্টী দ্বন্ধই এই খুনের কারন। এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!