এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপ ঘোষের পর কে ধরবেন বঙ্গ বিজেপির হাল? কে হবেন তাঁর উত্তরসূরি? বাড়ছে জল্পনা গেরুয়া শিবিরে

দিলীপ ঘোষের পর কে ধরবেন বঙ্গ বিজেপির হাল? কে হবেন তাঁর উত্তরসূরি? বাড়ছে জল্পনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার পর, কে নেবেন এই দায়িত্ব? বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এক্ষেত্রে একাধিক মুখ উঠে আসছেন। এক্ষেত্রে হয়তো সর্বাগ্রে রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। একজন দক্ষ সংগঠক নেতা হিসেবে তাঁর যেমন খ্যাতি রয়েছে, তেমনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে।

বিজেপি সূত্রে জানা হচ্ছে, দল ক্ষমতায় এলে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার সম্ভাবনা ছিল। অনেকে বলে থাকেন, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর তিনিই রয়েছেন এই পদের অন্যতম দাবিদার। সংঘের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে দলে তাঁর একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আবার, দীর্ঘ সময় ধরে বিজেপি করছেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠতা ছাড়াও বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণেই তাঁকে নিয়ে বাড়ছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর জল্পনা বাড়ছে ড অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যাদবপুরের প্রাক্তনী তিনি। একজন সুবক্তা হিসেবে ইতিমধ্যেই তিনি খ্যাতি লাভ করেছেন। মার্জিত ভাষা, সুন্দর ব্যবহার, যুক্তি, বুদ্ধি দীপ্ত কথাবার্তা তাঁর জনপ্রিয়তার অন্যতম হাতিয়ার। এদিকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শীর্ষ বিজেপি নেতা বি এল সন্তোষ, জেপি নাড্ডার সঙ্গে তাঁর যথেষ্ট যোগাযোগ। কেন্দ্রের বেশ কিছু দায়িত্ব পালন করছেন তিনি। একাধিক রাজ্যে বারবার যাতায়াত করতে হয় তাঁকে। বিধানসভা নির্বাচনের ইস্তেহার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

এরপরই এই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। দলের দায়িত্বে কোন মহিলা নেত্রীকে নিয়ে আসার সম্ভাবনার কথা বলছেন অনেকে। তবে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেবশ্রী চৌধুরীর যথেষ্ট যোগাযোগ থাকলেও, রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ কমে এসেছে। আবার বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীরও সম্ভাবনা আছে। দাপুটে মনোভাব, তীক্ষ্ণ বাগ্নিতা ইত্যাদি কারণে যথেষ্ট জনপ্রিয় তিনি। অন্যদিকে এই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দাপুটে নেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় তিনি। আবার অনেকে মনে করেছিলেন, শুভেন্দু অধিকারীও এই তালিকায় রয়েছেন। তবে, এ কথা ঠিক যে এক ব্যক্তি এক পদ নীতি চালু রয়েছে বিজেপিতে। সেক্ষেত্রে বিরোধী দলনেতাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেবার সম্ভাবনা নেই বললেই চলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!