এখন পড়ছেন
হোম > রাজনীতি > গণনা কেন্দ্রে প্রবেশ করতে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা কমিশনের!

গণনা কেন্দ্রে প্রবেশ করতে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। নির্বাচন চলার সময় প্রচার এবং মিটিং-মিছিল অবাধে চলার কারণে তা আরও বাড়তে শুরু করেছিল। যার ফলে চিন্তা বৃদ্ধি পেয়েছিল নির্বাচন কমিশনের। বারংবার বাধা দিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন চলার সময় নির্বাচন কমিশনের করোনা ভাইরাসকে বধ করতে কোনো পদক্ষেপ না নেওয়াকে কেন্দ্র করে ভৎসনা করা হয়েছে।

তবে এবার মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের পর হুশ ফিরল নির্বাচন কমিশনের। বলা বাহুল্য, আগামী 2 মে একাধিক রাজ্যের নির্বাচনের গণনা পর্ব রয়েছে। কিন্তু গণনা কেন্দ্রে ঢুকতে গেলে এবার করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ঢুকতে দেওয়া হবে না প্রার্থী এবং এজেন্টদের। এক্ষেত্রে গণনা শুরুর 48 ঘণ্টা আগে করোনা টেস্ট করা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নেগেটিভ রিপোর্ট না থাকলে ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে বলে খবর।

যেখানে গণনা শুরুর 48 ঘণ্টা আগে দুটি টিকার শংসাপত্র দেখাতে হবে নির্বাচন কমিশনকে। মূলত, গণনা পর্বের দিন করোনা ভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে সেই গণনা কেন্দ্রে যাতে কেউ এমনি প্রবেশ করতে না পারে, তার জন্য করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করে দিল নির্বাচন কমিশন।

বলা বাহুল্য, সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে নির্বাচন কমিশনকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি যদি ঠিকমত পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে গণনা পর্ব বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কার্যত নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।  এবার গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন যাতে হয়, তার জন্য করোনা রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করে দিল নির্বাচন কমিশন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই উদ্যোগ যে করোনা ভাইরাসের প্রকোপ বন্ধ করার জন্য, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!