এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোট নিয়ে খুশির হাওয়া বিরোধী শিবিরে, আশাপূরণ হলো না রাজ্যের

পঞ্চায়েত ভোট নিয়ে খুশির হাওয়া বিরোধী শিবিরে, আশাপূরণ হলো না রাজ্যের

না সময়ের আগে সম্ভব হলো না, রাজ্য সরকারকে অখুশি হতেই হলো। যদিও চেষ্টা করা হয়েছিল তবু শেষরক্ষা হলো না – সময়েই হতে চলেছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট এগিয়ে এনে ফেব্রুয়ারি মাসে করার কথা ভেবেছিলো রাজ্য সরকার এবং তা নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক জল ঘোলাও হয়েছে। এই নিয়ে অবশ্য বিরোধীদলগুলো খুশি ছিল না তারা সময়েই পঞ্চায়েত ভোট চাইছিলো। আর এবার তাদের ইচ্ছাই পূরণ হলো বলে মনে হচ্ছে কারণ রাজ্য নির্বাচন কমিশন গতকালই সংরক্ষণ তালিকা প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে কারুর কোনও অভিযোগ থাকলে তা ২৯ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে।
নিয়মানুযায়ী, সংরক্ষণ তালিকা প্রকাশের ১২০ দিন পর ভোট করা যায়।আর তাই মার্চ মাসে পঞ্চায়েত নির্বাচন করাই যায় কিন্তু তাতেও অসুবিধা কেননা মার্চ মাস পরীক্ষার মরশুম, তাই ওই সময় কোনও ভাবেই ভোট গ্রহণ সম্ভব নয়। সে যে ভোটেই হোক না কেন, তাই মে-জুন মাসের আগে কোনও মতেই পঞ্চায়েত নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করছে রাজনৈতিক মহল৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!