এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের পুলিশ পেটানোর হুমকি তবে এবার আসরে দিলীপ ঘোষ

ফের পুলিশ পেটানোর হুমকি তবে এবার আসরে দিলীপ ঘোষ

২৪ ঘণ্টাও কাটেনি পুলিশকে ধমকানো চমকানো ও পেটানোর নিদান নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যা নিয়ে চারিদিকে শোরগোল পরে গেছে। আর এবার মালদায় জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুলিশ পেটানোর হুমকি দিলেন।মালদহের বৈষ্ণবনগরের একটি সভায় দিলীপ ঘোষ বলেন, তৃণমূল আমাদের বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করছে। যেখানে তাদের গায়ের জোর রয়েছে, সেখানে গুন্ডা, ক্যাডার দিয়ে আটকাচ্ছে। যেখানে পারছে না, পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। এরপরেই তাঁর সংযোজন, প্রয়োজনে দিদির ছোট ছোট ভাইদের ঠেঙাব। দিদির পুলিশ বাহিনীকেও ঠেঙাব। আমাদের পিছনে লাগলে কেউ সুবিধা করতে পারবে না।
এখানেই থেমে না থেকে সিভিক ভলান্টিয়ারদেরও ছাড়েননি দিলীপবাবু। তাঁর কথায়, সিভিক পুলিশের কাজ হল, আমরা এলে ছবি তোলা আর গাড়ি থেকে পয়সা তোলা। যেদিন মার (এই শব্দটি বোঝাতে একটি ব্যবহার অনুপযোগী শব্দ ব্যবহৃত হয়েছে) হবে, একটা মারও বাইরে পড়বে না। সব পিঠে পড়বে। হাসপাতালে জায়গা হবে না। এরপরেই মালদহ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, উনি ভদ্রলোকের মতো কথা না বলে হিংস্রতার পথ দেখাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!