এখন পড়ছেন
হোম > জাতীয় > ৩ লোকসভা ও ২ বিধানসভার উপনির্বাচন শেষ হতেই অঙ্ক মেলাতে ব্যস্ত সব শিবির

৩ লোকসভা ও ২ বিধানসভার উপনির্বাচন শেষ হতেই অঙ্ক মেলাতে ব্যস্ত সব শিবির


লোকসভা নির্বাচনের আর মাত্র এক বছর বাকি, ইতিমধ্যেই সলতে পাকাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখতে মরিয়া, অন্যদিকে সেই গেরুয়া শক্তিকে হারিয়ে বিকল্প সরকার আনতে মরিয়া বিরোধী শক্তিগুলি। আর তা করতে গিয়ে বিজেপি বিরোধী এক বৃহত্তর মহাজোটের পরিকল্পনা ক্রমশ সামনে আসছে। বিজেপিকে মূল প্রতিপক্ষ ধরে নিয়ে দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাতে হাত মেলাচ্ছে আঞ্চলিক দলগুলি। আর এই মহাজোটের শক্তি পরীক্ষা হচ্ছে দেশ জোড়া বিভিন্ন উপনির্বাচনে।

তেমনই ৩ লোকসভা ও দুই বিধানসভার উপনির্বাচন গতকাল হয়ে গেল উত্তরপ্রদেশ ও বিহারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দায়িত্ত্ব নেওয়ায় যোগী আদিত্যনাথ ও কেশবনাথ মৌর্যের দুই লোকসভা আসন গোরক্ষপুর ও ফুলপুরে উপনির্বাচন হয়। কিন্তু গোরক্ষপুরে ভোট পড়েছে মাত্র ৪৩%, অন্যদিকে ফুলপুরে প্রদত্ত ভোটের হার আরো কম মাত্র ৩৭.৩৯%। অন্যদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনটি শূন্য হয়েছিল আরজেডি সাংসদ তসলিমুদ্দিনের মৃত্যুর কারণে, সেখানে প্রদত্ত ভোটের হার ৫৪%। এছাড়া বিহারের জেহানাবাদ এবং ভাবুয়া বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়, সেখানেও প্রদত্ত ভোটের হার যথেষ্টই কম বলে জানা গেছে। এই পাঁচটি উপনির্বাচনে বিজেপিকে হারাতে বিভিন্ন জোটের অঙ্ক সামনে এসেছে। কোথাও মায়াবতীর বসপা হাত মিলিয়েছে অখিলেশ যাদবের সপার সঙ্গে, তো কোথাও মহাদলিত নেতা হাত মিলিয়েছেন আরজেডির সঙ্গে। কিন্তু ভোটারদের নিরুৎসাহ আর কম ভোট পড়া রীতিমত চিন্তায় রাখছে বিজেপি ও বিরোধী শিবির – সবাইকেই। আগামী ১৪ ই মার্চ ইভিএম খুললে তবেই পাওয়া যাবে উত্তর – জনমত কার দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!