গুজরাট নির্বাচন, প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা, কি চমক দিলেন মোদী-অমিত? জাতীয় বিশেষ খবর November 17, 2017 অবশেষে আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল গুজরাটের শাসকদল বিজেপি। এই প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে তীব্র কৌতূহল রয়েছে শাসক-বিরোধী দুই শিবিরেই, কেননা গতকালই তাৎপর্যপূর্ণভাবে জানা যায় ৬ মন্ত্রী সহ মোট ৪১ জন বর্তমান বিধায়ককে আর টিকিট দিতে রাজি নয় বিজেপি। কিন্তু কে বাদ পড়ছেন আর কি কারণে বাদ পড়ছেন সেই নিয়ে কৌতূহল সব মহলেই। একনজরে আজকের বিজেপির প্রার্থী তালিকা ১. ১৮২টি আসনের গুজরাট বিধানসভায় মাত্র ৭০টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ২. এই ৭০জনের প্রার্থী তালিকা বাছাই থেকে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩. তাঁকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্যরাও ৪. প্রথম তালিকায় নাম রয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ৫. তিনি রাজকোট পশ্চিম আসন থেকে ভোটে লড়বেন ৬. সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের নাম রয়েছে তালিকাতে ৭. গুজরাট বিজেপির সভাপতি জিতুভাই ভাগানি ভাবনগর পশ্চিম থেকে লড়বেন ৮. উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল লড়বেন মেহসানা আসনে আপনার মতামত জানান -