এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য বিজেপির দাবি মেনে নিলেন রাজ্যপাল, ফের সংঘাতের পথে কেন্দ্র-রাজ্য-রাজ্যপাল

রাজ্য বিজেপির দাবি মেনে নিলেন রাজ্যপাল, ফের সংঘাতের পথে কেন্দ্র-রাজ্য-রাজ্যপাল

দূরত্ব কি আরও বাড়ল! যত দিন যাচ্ছে, ততই যেন রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছে। শুরুটা হয়েছিল, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের মন্তব্যকে কেন্দ্র করে। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় রাজ্যপালের উপস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে সরকারের কিছুটা সমালোচনা করে রাজভবনের প্রধান ব্যক্তি সরব হওয়ায় সরকারের পক্ষ থেকে সেই রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায়।

যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তবে প্রথম থেকে অবশ্য রাজ্যপাল যখন বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী মনোভাব পোষণ করছেন, ঠিক তখন স্বাভাবিক কারণেই তার পাশে থাকতে দেখা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। যার জন্য শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এই রাজ্যপাল রাজ্যপাল নন, উনি পদ্মপাল।

আর এবার রাজ্যের রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের কাছে বঙ্গ বিজেপির তরফে আবেদন জানানো হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই আবেদন মেনে নেওয়ায় রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রাজ্যপাল জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা হারিয়ে যাতে জেড প্লাস ক্যাটাগরি করা হয়, তার জন্য দাবি জানানো হয়েছিল বঙ্গ বিজেপি। বিজেপির যুক্তি ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যপাল যেভাবে সাহসী সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করেছেন, তাতে তার ওপর যেকোনো আক্রমণ আসতে পারে। তাই তার নিরাপত্তা বাড়ানো হোক।

আর বঙ্গ বিজেপির এই আবেদনে মান্যতা দিয়েই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকারের নিরাপত্তায় যুক্ত হল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, এবার থেকে রাজভবনের প্রধান ব্যক্তির নিরাপত্তায় আর রাজ্য পুলিশ থাকবে না। জানা গেছে, চার থেকে পাঁচজন আধাসেনা জগদীপ ধনকারের নিরাপত্তায় নিযুক্ত থাকবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপির তরফে রাজ্যের রাজ্যপালের ওপর নানা ঘটনা ঘটতে পারে – এই আশঙ্কা করে কেন্দ্রের কাছে রাজ্যপালের নিরাপত্তা বৃদ্ধির আবেদন জানানো হলে কেন্দ্র সেই আবেদন মঞ্জুর করে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় আধাসেনা দিয়ে দেওয়ায় রাজভবন, বিজেপি এবং কেন্দ্র, এই তিনের সঙ্গে প্রবল বিবাদ বাঁধতে পারে রাজ্য সরকার এবং শাসকদলের। এখন গোটা পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!