এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “টাকার বিনিময় নয়, বিপুল চাকরি দেবে বিজেপি” আশার আলো দেখালেন শুভেন্দু!

 “টাকার বিনিময় নয়, বিপুল চাকরি দেবে বিজেপি” আশার আলো দেখালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। তৃণমূলের অস্বস্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েতের প্রচার থেকে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে যে বিপুল শূন্যপদ পূরণ করা হবে, তা স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, দুর্নীতি করে যে চাকরি দেওয়া হবে না, সেই কথাও জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন একটি নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই রাজ্যে শূন্য পদে কর্মসংস্থান নিয়ে বড় মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “রাজ্যে 30 লক্ষ শূন্যপদ রয়েছে। আমরা কথা দিচ্ছি, যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে আমরা এই শূন্যপদ পূরণ করব। তবে দোকান খুলে নয় বা টাকার বিনিময়ে নয়, স্বচ্ছতার ভিত্তিতেই উপযুক্ত ব্যক্তিরা নিয়োগপত্র পাবেন।”

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে কর্মসংস্থান এবং শূন্য পদ পূরণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দুর্নীতি করে তৃণমূল চাকরি দিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর এই পরিস্থিতিতে সেই শূন্যপদ পূরণের ক্ষেত্রে বিজেপি ক্ষমতায় এলে যে স্বচ্ছতা অবলম্বন করেই নিয়োগপত্র দেওয়া হবে, তা স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!