এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কাজ দেবে বিজেপি” পঞ্চায়েতের মুখে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর !

“পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কাজ দেবে বিজেপি” পঞ্চায়েতের মুখে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। কিন্তু সেই তৃণমূলের আমলে প্রচুর মানুষ বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে বলে অভিযোগ। করোনার সময় সেই সংখ্যা কার্যত প্রকাশ্যে চলে এসেছে। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েতের নির্বাচনী প্রচার থেকে সেই ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করে পরিযায়ী শ্রমিক সমস্যার সমাধান নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে পঞ্চায়েতের প্রচার থেকে একটি প্রতিশ্রুতি দেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই সরকারের আমলে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে। যারা বাইরের রাজ্যে কাজ করতে যান। বাংলায় কোনো কাজ নেই। আমি কথা দিচ্ছি, যদি বিজেপির সরকার ক্ষমতায় আসে, তাহলে এই সমস্ত শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাদের প্রত্যেকের হাতে কাজ দেওয়া হবে।”

পর্যবেক্ষকদের মতে, রাজ্যে কর্মসংস্থান নিয়ে সব থেকে বেশি অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে ব্যাপক পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো চমকে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!