এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের ডায়মন্ডহারবার মডেলকে কটাক্ষ, পঞ্চায়েত নিয়ে বোমা ফাটালেন হেভিওয়েট!

অভিষেকের ডায়মন্ডহারবার মডেলকে কটাক্ষ, পঞ্চায়েত নিয়ে বোমা ফাটালেন হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে কোনো বাধা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারে যেভাবে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, এবার সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একটি সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, সেই ডায়মন্ড হারবারে পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন পেশের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নাম না করে ডায়মন্ডহারবার মডেলকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “একজন পকেটে হাত দিয়ে খুব বড় বড় কথা বলেছিল। সবাইকে মনোনয়নপত্র জমা করতে দেবে। কিন্তু তোলাবাজ ভাইপো মিথ্যে কথা বলেছে। পুলিশকে দিয়ে, গুন্ডাদের দিয়ে মেরে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। এমনকি বিজেপির জেলা পরিষদ প্রার্থীকে দিয়েও তৃণমূলের প্রচার করিয়েছে। এটাই নাকি ওদের ডায়মন্ড হারবার মডেল!”

পর্যবেক্ষকদের মতে, যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিভিন্ন সময় প্রচার করে তৃণমূল কংগ্রেস, এবার তাকেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সংসদীয় এলাকাতেই বিরোধীদের বাধা দেওয়া হয়েছে। তাই ডায়মন্ডহারবার মডেল নিয়ে যারা গর্ববোধ করছেন তারা যে ভিত্তিহীন কথা বলছেন, এদিনের সভায় সেই কথাই তুলে ধরার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!