এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার করোনার থাবা তৃণমূলের সংসারে! প্রয়াত হেভিওয়েট তৃণমূল বিধায়কের ভাই তথা প্রভাবশালী নেতা

আবার করোনার থাবা তৃণমূলের সংসারে! প্রয়াত হেভিওয়েট তৃণমূল বিধায়কের ভাই তথা প্রভাবশালী নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে যে চূড়ান্ত ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেকথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু হচ্ছে রাজ্যে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একসময়ের দাপুটে নেতা বাম দলের শ্যামল চক্রবর্তীর। আর এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রভাবশালী তৃণমূল নেতা তথা পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে রাজ্যের মন্ত্রীসভার বিভিন্ন মন্ত্রী এবং তৃণমূলের নেতারা বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আবার সুস্থও হয়ে উঠেছেন। উল্লেখযোগ্য, সম্প্রতি বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক নির্মল ঘোষ যিনি সদ্যমৃত প্রশাসক স্বপন ঘোষের দাদাও বটে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থও হয়ে ওঠেন। কিন্তু দাদা করোনা যুদ্ধে জয়ী হলেও ভাই কিন্তু পারলেন না। সম্প্রতি পানিহাটির পুরসভার প্রশাসক স্বপন ঘোষ অসুস্থ হওয়ায় তিনি করোনা টেস্ট করান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টেস্টের রেজাল্ট পজিটিভ আসায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হওয়ায় তিনি মারা যান বলে জানা গেছে। তবে জানা গেছে, করোনার পাশাপাশি তিনি কিডনির সমস্যাতেও ভুগছিলেন। 2019 এ পানিহাটি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তিনি প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। এহেন তৃণমূল নেতা তথা তৃণমূল প্রশাসকের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়ে সাধারণ মানুষের পাশাপাশি এবার যেভাবে রাজনৈতিক নেতাদের মৃত্যু হচ্ছে, তাতে উদ্বেগ বাড়ছে সরকারের।

গত কয়েক দিনে রাজ্যে করো না সংক্রমণ ছাড়িয়ে গেছে 80 হাজারের গন্ডি। সম্প্রতি রাজ্যজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেই সাপ্তাহিক লকডাউন ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক অবস্থায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি আরও বিগড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য সরকারের দাবি, সংক্রমণের পাশাপাশি সুস্থতার হারও বেড়ে চলেছে রাজ্যে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!