বিধানচন্দ্র কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল করলো এবিভিপি রাজ্য January 21, 2018 রিষড়ার বিধান চন্দ্র কলেজের ছাত্রীকে নির্যাতন করার অপরাধে দোষী শহিদ হসানের কঠোর শাস্তির দাবী তুলে রাস্তায় নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । পরিকল্পনা মাফিক সংগঠন থেকে শনিবার বিকাল চারটায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি অবধি পদযাত্রা করে। সদ্য প্রকাশিত সিসিটিভিতে স্পষ্ট যে কলেজর জিএস ইউনিয়ান রুমে ওই ছাত্রীকে নিগ্রহ করে। তবে ঘটনা ঘটার সময় অর্থাৎ ডিসেম্বরে এবিভিপিকে অভিযোগ করা হলেও তারা মৌন থাকে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পরই তারা আন্দোলনে সামিল হয় । দলের তরফে ডঃ অভিষেক হালদারের বক্তব্য , ” রাজ্যে একেরপরএক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। রিষড়ার কলেজের ঘটনা প্রশাসনিক ব্যর্থতার বড় প্রমান। আমরা অভিযুক্ত শাহিদ হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” যদিও এত কিছুর পরও শিক্ষামন্ত্রী পর্থ চট্টপাধ্যায় ভিডিও সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেন, ” ওই ভিডিও র প্রামাণ্যতা কতটা?” পল্টা জবাবে অভিষেক জানান, ” এত বড় ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়ার বদলে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী । এতেই বোঝা যায় যে তাঁরা অভিযুক্তদের আড়াল করতে চাইছে। ” অভিষেক বাবু পাল্টা জবাব দিতে গিয়ে সেই কিশোরীর কথা উল্লেখ করে বলেন যে নির্যাতিতা বারবার ধর্ষনের শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। আপনার মতামত জানান -