এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ইসলামিক নববর্ষে ছুটি ঘোষণা কলকাতা পুরসভার, নতুন করে বিতর্ক শুরু

ইসলামিক নববর্ষে ছুটি ঘোষণা কলকাতা পুরসভার, নতুন করে বিতর্ক শুরু


সম্প্রতি ২০১৮ সালের জন্য কলকাতা পুরসভার অন্তর্গত প্রাথমিক স্কুলগুলির ছুটির তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর ইসলামিক নিউ ইয়ার্স ডেতে কলকাতা পুরসভা পরিচালিত উর্দু মাধ্যমের প্রাথমিক স্কুলগুলি ইসলামিক নববর্ষের কারণে ছুটি থাকবে। যদিও ওই একইদিনে বাংলা এবং হিন্দি মাধ্যমের প্রাথমিক স্কুলগুলিতে কোনো ছুটি থাকছে না। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, কেননা সংশ্লিষ্ট মহলের দাবি, যে অতীতে এই বিশেষ দিনে আগে কখনও উর্দু মাধ্যমের শাখা বন্ধ থাকেনি। এমনকি নথি ঘেঁটেও দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে এই দিনে কোনো ছুটি ছিল না। আর তাই বিতর্ক চরমে উঠেছে।

আর এই নিয়ে বিতর্ক চরমে উঠেছে, বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসকদল পরিচালিত কলকাতা পুরসভার দিকে ‘ধর্মীয় বিভাজন’ ও ‘সংখ্যালঘু তোষণের’ মত গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রী মুখে যতই সম্প্রীতির কথা বলুন আসলে তিনিই ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চাইছেন। কেননা হঠাৎ করে তিনি রাজ্য সরকারের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকাতে না থাকা মুসলিম নববর্ষের দিনে নতুন একটা ছুটি ঘোষণা করলেন, যা অতীতে কোনোদিন ছিল না। অন্যদিকে যদি তিনি সম্প্রীতি চাইতেন, তাহলে তো ঐদিই শুধু উর্দু মাধ্যমের স্কুলগুলিতে ছুটি দিতেন না, তিনি অন্য মাধ্যমগুলির স্কুলগুলিতেও ছুটি দিতেন। আসলে জেনে-বুঝে বিভেদ সৃষ্টির জন্য এইরকম পদক্ষেপ নিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে। যদিও এই নিয়ে শাসকদলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!