এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ ও সরকারি কাজে বাড়তি সুবিধা দেওয়া শুরু রাজ্য সরকারের

এবার রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ ও সরকারি কাজে বাড়তি সুবিধা দেওয়া শুরু রাজ্য সরকারের

এবার রাজমিস্ত্রিদের প্রশিক্ষন দিতে তৎপর এ রাজ্য। বিভিন্ন সময় সরকারি একাজের গুনগত মান নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। তাই সেই কাজে যাতে আর কোনো প্রশ্ন না ওঠে এবং নির্মানকাজের আধুনিক প্রযুক্তির সাদে যাতে তাঁদের আরও ভালো করে পরিচয় করানো যায় তার জন্য কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে 240 জন রাজমিস্ত্রীকে প্রশিক্ষন দেওয়া হল এবং পরে আরও 540 জনকে প্রশিক্ষন দেওয়া হবে বলে খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিন প্রশিক্ষন শেষে তাঁদের হাতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত শংসাপত্র তুলে দেন জেলাশাসক কৌশিক সাহা। উপস্থিত ছিলেন বিডিও, জেলা পরিষদেল কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেবশর্মা, চৈতি বর্মন সহ প্রমুখেরা। জেলা পরিষদ সূত্রের খবর, বাংলা আবাস যোজনার কাজে গতি ও স্বচ্ছতা আনতে এদিন কোচবিহার 2, মাথাভাঙা 1, শীতলকুচি, দিনহাটা 2, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জ 2 ব্লকের মিস্ত্রিদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

জানা গেছে, এই প্রশিক্ষিতদের  দিয়েই সরকারি কাজগুলো করানো হবে। অনেকেই মনে করছেন, বর্তমানে দক্ষ রাজমিস্ত্রির অনেকটাই অভাব রয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে সেই অভাব অনেকটাই কমবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!