এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা থাকলেও তৃণমূলে যোগ দেবার বড়রকম পুরস্কারটি শেষ পর্যন্ত হাতছাড়া হলো বাবুলের

জল্পনা থাকলেও তৃণমূলে যোগ দেবার বড়রকম পুরস্কারটি শেষ পর্যন্ত হাতছাড়া হলো বাবুলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথমে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত, তারপর তৃণমূলে যোগদান করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগদান করার পর তাকে রাজ্যসভার সাংসদ করা হবে, এমন একটা জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। অনেকেই মনে করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ যে আসনটি ছেড়ে দিয়েছেন, সেখান থেকেই প্রার্থী করা হবে বাবুল সুপ্রিয়কে। কিন্তু শেষ পর্যন্ত আর তা হলো না। এই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিপূর্বে দীনেশ ত্রিবেদী ও মানস ভুঁইয়া যখন রাজ্যসভার আসন ছেড়ে যান, তখন সেই দুই আসনে প্রার্থী করা হয়েছিল জহর সরকার ও সুস্মিতা দেবকে। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যসভার সাংসদ হয়েছেন। তাই এই আসনে যদি বাবুল সুপ্রিয় প্রার্থী হতেন, তাহলে তিনি খুব সহজেই যে রাজ্যসভায় প্রবেশ করতে পারতেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ পর্যন্ত আর তা হলো না।

এই আসনের জন্য তৃণমূল প্রার্থী করেছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গোয়াতে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল। আগামী ১৬ ই নভেম্বর এই আসনে মনোনয়ন জমা দেবার শেষ দিন রয়েছে। নির্বাচন হতে চলেছে ২৯ সে নভেম্বর। আর এই আসনে তৃণমূল প্রার্থী করেছে লুইজিনহো ফালেইরোকে। তাঁর জয়লাভ করার সম্ভাবনা যথেষ্ট রকম রয়েছে বলেই, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!