অভিযোগের পর এবার মুর্শিদাবাদে তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরালেন মুকুল রায় রাজ্য November 15, 2017 কিছুদিন আগেই সব জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায় ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আর তারপর রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা বেশ উৎসাহ জেগেছে যে এবার রাজ্যজুড়ে শাসকদলে বেশ একটা বড় ভাঙন ধরবে মুকুল বাবুর হাত ধরে এবং তৃণমূল কর্মীরা দলে দলে গেরুয়া শিবিরে যোগ দেবেন। আর এবার মুকুল বাবু বিজেপিকে খুশি করে তৃণমূলের ঘরে হানা দিলেন। ভাঙন ধরালেন মুর্শিদাবাদের তৃণমূল শিবিরে। এক সময়ের কংগ্রেসের গড়ে ঘাসফুল ফুটিয়েছিল আর এবার সেখানেই ভাঙন ধরালেন মুকুল রায়। মঙ্গলবার মুর্শিদাবাদের চুনাখালি মোড়ে বিজেপির একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেই ১১০ জন তৃণমূল সমর্থক গেরুয়া শিবিরে নাম লেখান।তাদের হতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা বিশ্বনাথ নিয়োগী। জানা গেছে এই সব তৃণমূল সমর্থক যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা সকলেই মুকুল রায়ের অনুগামী।বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এরা সকালেই মুকুল রায়ের আহ্বানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া বিজেপির দাবি মুকুল রায় যেদিন বিজেপিতে অনুঠানিকভাবে যোগ দিয়েছিলেন সেই দিনেই একাধিক পঞ্চায়েত সদস্য সমেত প্রায় ৬০০ জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছে। আপনার মতামত জানান -