এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট তৃণমূল বিধায়ককে গুলি করে খুনের হুমকি! অভিযোগের তীর বিজেপির দিকে! চাঞ্চল্য রাজ্যে

হেভিওয়েট তৃণমূল বিধায়ককে গুলি করে খুনের হুমকি! অভিযোগের তীর বিজেপির দিকে! চাঞ্চল্য রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সোশ্যাল মিডিয়া থেকে খুনের হুমকি পেলেন কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। স্বভাবতই গোটা ঘটনায় এখন কোচবিহার জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধির উদ্দেশ্যে এহেন হুমকি কে বা কারা দিল, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনায় বিজেপি জড়িত রয়েছে। বস্তুত, এদিন একটি ফেসবুক পোস্টে এক ব্যক্তি তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে উদ্দেশ্য করে লেখেন, “তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। গুলি করে মারব তোকে।

তুই কিছু করতে পারলে তার আগে করে নে।” আর ফেসবুকে শাসকদলের বিধায়কের বিরুদ্ধে এইরকম কথা বলার সাহস কার হতে পারে, তা নিয়ে গোটা জেলাজুড়ে এখন গুঞ্জন তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় হলদিবাড়ি এবং কোচবিহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সাইবার সেলের মাধ্যমে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে ফেসবুকে এই হুমকি দেওয়ার ঘটনায় গোটা কোচবিহার জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, “বিজেপির হলদিবাড়ি ব্লক দক্ষিণ মন্ডলের পদাধিকারী আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, তিনি আমাকে গুলি করে মারবেন। আমি করোনা নিয়ে ব্যস্ত রয়েছি। বিষয়টি লক্ষ্য করিনি। দলীয় কর্মীরা তা দেখেছেন। এরপর দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার কোচবিহারে অভিযোগ দায়ের হয়েছে। আমি বিষয়টা আমাদের জেলা সভাপতিকে জানিয়েছি। আমি ভীত সন্ত্রস্ত নই। আমি একজন রাজনৈতিক কর্মী। ওদের নেতৃত্বরা দিল্লীতে বসে যদি লাগামহীন ভাষা ব্যবহার করেন, তবে তার প্রতিফলন যে এদিকে হবে, এটাই স্বাভাবিক।” তবে বিজেপির বিরুদ্ধে তোলা এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেছেন জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায়। তিনি বলেন, “শুনেছি ওই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

আইন আইনের পথে চলবে। ফেসবুকে কেউ এমন ভাবে লিখতে পারেন না। পুলিশ বিষয়টির তদন্ত করে দেখুক।” সব মিলিয়ে এবার তৃণমূল বিধায়ককে ফেসবুকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!