এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মেদিনীপুর বামফ্রন্টে বড় ভাঙ্গন

মেদিনীপুর বামফ্রন্টে বড় ভাঙ্গন

রাজ্যে দলবদলের খেলা লেগেই রয়েছে, কিছুদিন আগেই সব জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায় ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আর তারপর রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা বেশ উৎসাহ জেগেছে যে এবার রাজ্যজুড়ে শাসকদলে বেশ একটা বড় ভাঙন ধরবে মুকুল বাবুর হাত ধরে এবং তৃণমূল কর্মীরা দলে দলে গেরুয়া শিবিরে যোগ দেবেন। আর প্রায় রোজই প্রায় এক দল থেকে অন্য দলে যোগদানের খবর মিলছে। সেই দলবদলের সঙ্গে সামঞ্জস্য রেখে আবারো সামনে এলো আরেকটি রঙ বদলের ঘটনা। আর এইবারের দলবদলের খবর এল পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকায়।
মহিষাদলের একটি প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল অন্যতম শীর্ষনেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে এদিন প্রায় ৫০ জন বাম কর্মী তৃণমূলে যোগ দিলেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এদিন পরিবহন মন্ত্রী বলেন, সমগ্র রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে, জেলাগুলিও তার ব্যতিক্রম নয়। তার উপরে এই মুহূর্তে রাজ্যে বামেদের অস্তিত্ব বিলুপ্ত, সেই কারণেই ঝাঁকে ঝাঁকে বাম কর্মী তৃণমূলে যোগদান করেছে। এখানেই থেমে না থেকে শুভেন্দু বাবু আরো যোগ করেন, বামেরা যে ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তা আবার প্রমাণিত হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!