এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ‘পাপ্পুই’ বিজেপিকে বড় ‘ধাক্কা’ দিল গুজরাট নির্বাচনের আগে

এবার ‘পাপ্পুই’ বিজেপিকে বড় ‘ধাক্কা’ দিল গুজরাট নির্বাচনের আগে

গুজরাট নির্বাচনী প্রচারে প্রথম রাউন্ডটা জিতল কংগ্রেস বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। এমনিতেই সকাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র বিজেপি কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ (যার অর্থ বোকা লোক) বলে অভিহিত করে থাকে। কিন্তু জানা যাচ্ছে, গুজরাটে বিধানসভা নির্বাচনে একটি দলীয় বিজ্ঞাপন তৈরি করে বিজেপি, সেখানে দেখা যায় পাপ্পু নামে একটি চরিত্র রয়েছে, সে মুদিখানা দোকানে প্রবেশ করতেই দোকানি মালিকের উদ্দেশে বলেন ওঠেন, ‘স্যার পাপ্পু ভি আয়া লাগতা হ্যায়’! কংগ্রেসের দাবী তাদের সহ সভাপতিকে হেয় করতেই এই বিজ্ঞাপন করা হয়েছে। যদিও বিজেপির দাবী, বিজ্ঞাপনের চিত্রনাট্যের সঙ্গে কোনও ব্যক্তির কোনও যোগ নেই।
আর এই নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। অভিযোগ খতিয়ে দেখে, গুজরাটে নির্বাচনী প্রচারে পাপ্পু শব্দটি ব্যবহার করতে পারবে না বিজেপি – এই নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। কারণ, নির্বাচন কমিশন মনে করেন এই শব্দটি কংগ্রেস সহ সভাপতির ক্ষেত্রে মর্যাদাহানিকর আর তাই নির্বাচনী প্রচারে এই শব্দটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এতেই নৈতিক জয় দেখছেন কংগ্রেস নেতারা, তাঁদের মতে এর ফলে বিজেপিকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দেওয়া। এখন দেখার নির্বাচনী প্রচারে ‘পাপ্পু’ জিতলেও শেষ হাসি কে হাসেন গুজরাটে, যা খোলসা হবে ১৮ ই ডিসেম্বর যেদিন গুজরাট বিধানসভার ফল বেরোবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!