এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিজেপি কর্মীর মেয়েকে কুপ্রস্তাব দেওয়া ঘিরে জোর চাঞ্চল্য,চাপানউতোর রাজ্যে!

ফের বিজেপি কর্মীর মেয়েকে কুপ্রস্তাব দেওয়া ঘিরে জোর চাঞ্চল্য,চাপানউতোর রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেখা যাচ্ছে, বাংলার শাসক দল তৃণমূলের প্রতি এবার দুর্নীতির অভিযোগের থেকেও বেশি ছাপিয়ে উঠছে নারী নির্যাতনের অভিযোগ। আর এই নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা। নারীঘটিত একের পর এক ঘটনা নিয়ে তৃণমূলের বিভিন্ন সদস্য নেতার নাম যেভাবে সামনে আসছে, তাতে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলে দাবি বিরোধী দলগুলির। কিছুদিন আগেই বাগনানে একটি নারী নির্যাতনের ঘটনা ঘটে, যেখানে জড়িত থাকেন বলে অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকের দিকে।

সেই ঘটনার রেশ বহুদূর পর্যন্ত এগোয়, কিন্তু সেখানেই শেষ নয়। নতুন করে আবার কুপ্রস্তাব দেওয়া নিয়ে গণ্ডগোল বেঁধেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায়। সূত্রের খবর, এলাকার এক বিজেপি সমর্থকের মেয়েকে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকরা কুপ্রস্তাব দেয় আর তারপরেই শুরু হয়েছে চূড়ান্ত গন্ডগোল। গন্ডগোলের রেশ শেষ পর্যন্ত দুই পক্ষের মারামারি, কাটাকাটিতে গিয়ে শেষ হয় বলে জানা গিয়েছে।

বিজেপি সমর্থকের মেয়েকে কু-প্রস্তাব দেওয়ার পর যথারীতি বিজেপি সমর্থকরা প্রতিবাদ জানায়। সাধারণ মানুষও এই প্রতিবাদে যোগ দেয় বলে খবর। আর তারপরই শুরু হয় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে দুই দলের 6 জন আহত হয়েছেন। পুলিশি সূত্রে খবর, উক্ত তৃণমূল সমর্থকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এই উত্তেজক পরিস্থিতি আয়ত্তে আনতে গ্রামে টহলদারি শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকা এখনও থমথমে। আপাতত ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে পুরনো শত্রুতার জেরে এই ঝামেলা কিনা সেটিও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশের দল। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই বাগনানেও তৃণমূল নেতাকর্মীরা স্থানীয় বিজেপি সমর্থকের মেয়েকে শ্লীলতাহানি করতে যায় বলে খবর। এবং সেখানে বাধা দিতে গিয়ে মৃত্যু হয় মেয়েটির মায়ের। এই ঘটনা ঘিরে বাগনান জুড়ে শুরু হয় তুমুল গন্ডগোল। অবশ্য তরুণীর অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ অভিযুক্ত কুশ বেরা ও তার সহযোগী শোভন মন্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

অন্যদিকে, এই ঘটনায় আপাতত রাজনৈতিক বাদানুবাদ চরমে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের সামনে 2021 এর বিধানসভা নির্বাচন। অতএব নির্বাচনে রাজ্যের মসনদ ধরে রাখতে গেলে অবশ্যই শাসক শিবির অর্থাৎ তৃণমূল শিবিরকে আরো কঠোর অবস্থান নিতে হবে দলের নিচুতলার কর্মীদের প্রতি। এ ধরনের ঘটনা যদি বারংবার ঘটে, তাহলে অবশ্যই জনমানসে তার কুপ্রভাব পড়বে। গাইঘাটার ঘটনায় এইমুহুর্তে তীব্র ক্ষোভে ফুঁসছে রাজ্যের বিরোধীদল বিজেপি। আপাতত গাইঘাটার ঘটনার রেশ কতদূর গড়ায় এবং এই ঘটনার ভিত্তিতে তৃণমূল সুপ্রিমো কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকে লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!