এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কান্ডে নয়া মোড়, সিবিআইকে চিঠি দিয়ে জানালেন বিস্ফোরক তথ্য

রাজীব কান্ডে নয়া মোড়, সিবিআইকে চিঠি দিয়ে জানালেন বিস্ফোরক তথ্য


অনেকদিন ধরেই কানামাছি ভোঁ ভোঁ খেলা চলছে। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর অন্যদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ধরাধরির খেলায় সিবিআইয়ের রীতিমতো কালঘাম ছুটিয়ে ফেলেছেন কলকাতার এই প্রাক্তন পুলিশকর্তা।

কিছুদিন হল তার রক্ষাকবচ উঠিয়ে নিয়েছে আদালত। আর তারপরই সেই রাজীব কুমারকে নিজেদের বাগে আনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তৎপর হতে দেখা যায়। বিভিন্ন জায়গা তল্লাশি করে রাজীব কুমারকে ধরাই তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।

কিন্তু এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার নিজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে একটি চিঠি লিখলেন। যাকে ঘিরে তোলপাড় রাজ্যের প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, সোমবার সিবিআইকে একটি মেল করে রাজীব কুমার বলেন, “30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন। তার পরে কাজে যোগ দিয়ে তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন।” আর এইখানেই প্রশ্ন যে, সরকারি খাতায় পচিশে সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নেওয়া রয়েছে রাজীব কুমারের। ফলে সে ক্ষেত্রে কেন তিনি আরও পাঁচ দিন বেশি সময় চেয়ে বসলেন সিবিআইয়ের কাছে, তা নিয়ে ধন্দ ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

25 এর জায়গায় 30 হলে রাজীব কুমারের সেই ছুটি মঞ্জুর করতে নবান্নের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। কিন্তু যদি রাজ্য এই ছুটি মঞ্জুর না করে, তাহলে আগামী 26 তারিখে ভবানীভবনে গিয়ে রাজীব কুমারকে তার কাজে যোগ দিতে হবে। আর যদি সেই ছুটি মঞ্জুর হয়, তাহলে আগামী 30 তারিখের আগে রাজীব কুমারকে নিজেদের বাগে পাবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে রাজ্য যদি রাজীব কুমারের এই ছুটি মঞ্জুর করে, তাহলে সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরাসরি অসহযোগিতা করবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন এই প্রসঙ্গে এক সিবিআই কর্তা বলেন, “সিবিআই আইনি পথে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে যাবে, সেখানে কেউ বাধা দিতে গেলে তাকেও গ্রেফতার করার আইনি পথ খোলা রয়েছে।” বিশেষজ্ঞদের মতে, যেন-তেন প্রকারেণ এখন সিবিআইয়ের কাছ থেকে বাঁচতে চাইছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। অপরদিকে সিবিআইও তাকে ছাড়তে নারাজ। আর এহেন একটা পরিস্থিতিতে যখন সিবিআই সেই রাজীব কুমারকে তন্নতন্ন করে খুঁজছে, ঠিক তখনই মেল করে আগামী 30 তারিখ পর্যন্ত ছুটি নেওয়া আছে।

তার পরে তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়ে দিলেন রাজীব কুমার। কিন্তু রাজীব কুমারের এই আর্জি সিবিআই আদৌ শোনে, নাকি 30 তারিখের আগেই তারা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে নিজেদের বাগে আনতে সক্ষম হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!