এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিশ্ববাংলা বিতর্কে বড় ধাক্কা মুকুল রায়ের, উৎফুল্ল শাসক শিবির

বিশ্ববাংলা বিতর্কে বড় ধাক্কা মুকুল রায়ের, উৎফুল্ল শাসক শিবির

বিশ্ববাংলা ও জাগোবাংলা বিতর্কে প্রথম রাউন্ডে আইনি জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত ১০ তারিখ রানী রাসমণি রোডের দলীয় সভা থেকে বিজেপি নেতা মুকুল রায় দাবী করেন, বিশ্ববাংলা একটা কোম্পানি আর এর মালিকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি জানান, তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’র লোগোর মালিকানা আদতে তৃণমূল কংগ্রেসের না, তার মালিকানাও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই সভা থেকে নথি দেখিয়ে এমন দাবী করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলবাবুকে আইনি নোটিস পাঠান। কিন্তু মুকুলবাবু নিজের বক্তব্য থেকে একচুলও সরে না এসে পাল্টা আইনি নোটিশ পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বাবু প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার কথা লেখেন।
এই পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার দায়রা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মানহানির মামলা দায়ের করা হয়। অভিষেক বাবুর আইনজীবী সঞ্জয় বসু আজ দাবী করেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার দায়রা আদালতের (সিনিয়র ডিভিশন) বিচারক নির্দেশ দিয়েছেন আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত মুকুল রায় বিশ্ববাংলা ও জাগোবাংলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!