এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি নেতারা গ্রেপ্তার হলেও হেভিওয়েট তৃণমূল নেতাদের সৌজন্যে জমিয়ে চলছে ফুটবল টুর্নামেন্ট!

বিজেপি নেতারা গ্রেপ্তার হলেও হেভিওয়েট তৃণমূল নেতাদের সৌজন্যে জমিয়ে চলছে ফুটবল টুর্নামেন্ট!


ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও এবার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট‌। জানা গেছে, আগামী দেড় মাস ধরে নকআউট পর্যায়ে এই প্রতিযোগিতা চলবে। যেখানে 240 টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।সূত্রের খবর, এদিন এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন। যেখানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের কোচ ফরিদ মোল্লা, রাজ্যসভার তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক শওকত মোল্লা, সোনালী গুহ, ফেরদৌসী বেগম, জীবন মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্ট করা হলেও তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাংশের অভিযোগ, কিছুদিন আগেই বারাসাতের 23 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হলেও যে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে চারজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, করোনা ভাইরাসের মধ্যে জমায়েত করে এই ধরনের কোনো কর্মসূচি এখন করা যাবে না। কিন্তু এবার তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি হলেও কেন তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা পুলিশের এক কর্তা বলেন, “পুলিশের কাছ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে।” আর এখানেই একাংশ বলছেন পুলিশ কর্তারা মুখে একথা বললেও তৃণমূলের নেতাদের উদ্যোগে এই খেলা বন্ধ করার জন্য তারা কোনো ব্যবস্থা নেবেন না! তারা সমস্ত কিছু দোষ বিরোধীদের জন্যই তুলে রাখে! আর তাই তৃণমূলের নেতারা করোনা ভাইরাসের মধ্যে জমায়েত করে খেলা করলেও, তা বন্ধ করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।

বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে এহেন দুমুখো নীতিকে নেওয়ার প্রক্রিয়া সামনে আসে, তাহলে নিঃসন্দেহে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিতে পারে। কেননা কিছুদিন আগেই বারাসাতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়ার ফলে 4 বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে তৃণমূলের পক্ষ থেকে এই খেলার উদ্যোগ নেওয়া হলেও শুধুমাত্র বিরোধীদের জন্যই আইন শাসকদলের জন্য কি কোনো আইন নেই! তা তুলে ধরে বিরোধীরা শাসকদলকে আরও চাপে ফেলতে পারে। যে ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হতে পারে বঙ্গ রাজনীতিতে। এখন প্রশাসনের পক্ষ থেকে বিজেপির উদ্যোগে হওয়া খেলা বন্ধ করা হলেও, তৃণমূলের নেতাদের উদ্যোগী হওয়া ফুটবল টুর্নামেন্ট বন্ধ করা হয়, নাকি বহাল তবিয়তে চলে এই কর্মসূচি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!