এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাবার পথেই কি গেরুয়া শিবিরে শুভ্রাংশু? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

বাবার পথেই কি গেরুয়া শিবিরে শুভ্রাংশু? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

বাবা মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর থেকেই রাজনীতির আলোচনার মূল কেন্দ্রে রয়েছেন রয়েছেন শুভ্রাংশু রায়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে যুব তৃণমূলের সমাবেশে উপস্থিত থেকে বাবা মুকুল রায় যে অভিযোগ করেছিলেন বা কুৎসা রটাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে তার ‘মুখের মত’ জবাব দেবেন শুভ্রাংশু রায় এমনটাই আশা করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কিন্তু রাজ্যে না থাকার কথা জানিয়ে সমাবেশে আসেন নি মুকুল-পুত্র। যার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কেউ বলছেন যে বাবার অপমান সহ্য করতে পারবেন না তিনি, তাই অনুপস্থিত ছিলেন শুভ্রাংশু, কেউ বা বলছেন দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেই তিনি আসেননি। দলের অন্দরেও তাকে নিয়ে যথেষ্ট টানাপোড়েন চলছে বলে অসমর্থিত সূত্রের খবর। তৃণমূলের সমর্থকরাও তাঁকে রীতিমতো দুষছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে। আর এর মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে আবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক ও চর্চা।দুদিনের ঝটিকা সফরে কোচবিহারে গিয়েছিলেন দিলীপবাবু, সেখানেই তিনি বলেন যে, শুভ্রাংশু দলে এলে তাঁকেও নিয়ে নেব। বাবা-ছেলে একসঙ্গে থাক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তবে কি শুভ্রাংশুও বাবার পথই অনুসরণ করতে চলেছেন, দিলীপবাবুর মন্তব্য কিন্তু অনেকগুণে বাড়িয়ে দিল রাজনৈতিক জল্পনা। যদিও এর আগে দ্বর্থ্যহীন ভাষায় মুকুল-পুত্র জানিয়ে দিয়েছিলেন, তিনি ও তাঁর বাবা সম্পূর্ণ ভিন্ন দুই ব্যক্তি। শুভ্রাংশু রায়ের রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে এক ও একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, তাই কোনো পরিস্থিতেই তিনি ঘাসফুল শিবির ছেড়ে যাবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!