এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিপুরাতে এত সুবিধা হলে, আমাদের নয় কেন? হাহুতাশ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের

ত্রিপুরাতে এত সুবিধা হলে, আমাদের নয় কেন? হাহুতাশ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের

রাজ্য সরকারী কর্মচারীদের জন্যে একরাশ সুসংবাদ দিলো ত্রিপুরা সরকার। সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজ্যের সরকারী কর্মচারীদের এবার থেকে  ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য দেশের ২৮ তম রাজ্য হিসেবে ত্রিপুরা চলতি বছর ১ লা জুলাই থেকে এই এনপিএস গ্রহণ করেছে।

রাজ্যের সকল নব নিযুক্ত কর্মচারী যারা ১ লা জুলাইয়ের পর কাজে যোগদান করেছেন তাঁরা সকলেই অবশ্যম্ভাবী ভাবেই এনপিএস-এর আওতায় আসবে। প্রসঙ্গত ত্রিপুরা রাজ্যে কয়েক দশকের বাম জমানার অবসানের পরে রাজ্যের এনডিএ সরকারের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্য বাজেটের সময় এনপিএস যুক্ত করার কথা ঘোষণা করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা যাচ্ছে সরকারি কর্মী ছাড়াও সরকারী সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা, পর্ষদ, রাষ্ট্রায়ত্ত সংস্থাও এর আওতায় পড়ছে। এই প্রকল্পের কাজ সঠিকভাবে পরিচালনার জন্যে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় রেকর্ড রক্ষাকারী এজেন্সি (সিআরএ) এবং বিভিন্ন পেনশন ফান্ড ম্যানেজার নিয়োগ করেছে।

অন্যদিকে, ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর থেকেই সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে এনপিএস – সবকিছুই চালু হয়ে গেল। কিন্তু বাংলায় এখনো বকেয়া ডিএ বা কেন্দ্রীয়হারে বেতন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের লড়ে যেতে হচ্ছে – আর তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আদালতে দাঁড়িয়ে জানাচ্ছে – ডিএর উপর সরকারি কর্মচারীদের কোনো অধিকার নেই। আর তাই সবমিলিয়ে যখন খুশির হাওয়া ত্রিপুরার সরকারি কর্মচারীদের – অন্যদিকে উৎসবের মরশুমের আগে শুধুই একরাশ হতাশা বাংলার সরকারি কর্মচারীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!