এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking: শুভেন্দুর দেখানো পথেই হাঁটছেন হেভিওয়েট এই বিধায়ক? পোস্টারে বাড়ছে জল্পনা!

Big Breaking: শুভেন্দুর দেখানো পথেই হাঁটছেন হেভিওয়েট এই বিধায়ক? পোস্টারে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর থেকেই তৃণমূলের ভাঙ্গন আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। একের পর এক পদাধিকারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তাদের পদ থেকে ইস্তফা দিয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিতে শুরু করেছেন। সম্প্রতি দলের কোর কমিটির সদস্য এবং হুগলি জেলা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। আর তারপর থেকেই তার দলবলের জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে।

এদিকে শুভেন্দু অধিকারী যখন দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছিলেন, তখন বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার পড়তে দেখা গিয়েছিল।যেখানে “দাদার অনুগামী” বলে শুভেন্দুবাবুর ছবি দিয়ে পোস্টার রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছিল। আর এবার প্রবীর ঘোষাল যখন দলের পদ থেকে ইস্তফা দিলেন, তখন তার ছবি দিয়ে “দাদার অনুগামী” বলে পোস্টার পড়তে দেখা গেল। যার ফলে সেই প্রবীরবাবুর পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন হুগলি জেলার কোন্নগরে একটি পোস্টার সামনে এসেছে। যেখানে “দাদার অনুগামী” লিখে প্রবীর ঘোষালের একটি ছবি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রবীরবাবু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর তার মাঝেই দলের হেভিওয়েট নেত্রীকে বাদ দিয়ে তার ছবি এবং দাদার অনুগামী লেখায় তিনি গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এর আগে শুভেন্দু অধিকারী ঠিক একই পন্থা অবলম্বন করেছিলেন। তাই প্রবীর ঘোষালের দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই ধরনের পোস্টার দেখতে পাওয়ায় রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করেছে।ইতিমধ্যেই এলাকাজুড়ে প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক কে বা কারা এই পোস্টার লাগালো? একাংশ বলছেন, প্রবীর ঘোষালের ইন্ধন ছাড়া এই পোস্টার লাগানো সম্ভব নয়। স্বাভাবিক ভাবেই তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর দল ছাড়ার আগে এই ধরনের পোস্টার লাগিয়ে তৃণমূলকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন।

তাহলে কি আর ক্রিজে পড়ে থাকা নয়? এবার ব্যাট চালানো শুরু করে দিলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক? একাংশ বলছেন, সম্প্রতি রাজ্যে আসছেন বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার হাত ধরেই তৃণমূলের বড় কোনো হেভিওয়েট সহ একাধিক জনপ্রতিনিধি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। আর তার আগেই উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের এই ধরনের পোস্টার রীতিমত তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!