এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > তৃণমূলের ভোটলুঠ আর কারচুপির গোপন তথ্য সামনে আনছেন শুভেন্দু অধিকারী, তীব্র প্রতিক্রিয়া রাজ্যে

তৃণমূলের ভোটলুঠ আর কারচুপির গোপন তথ্য সামনে আনছেন শুভেন্দু অধিকারী, তীব্র প্রতিক্রিয়া রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলায় গণনায় কারচুপি করার অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে বাধাদান থেকে শুরু করে ভোটের ফলাফল ঘোষণা, তৃনমূলের হস্তক্ষেপে বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ নতুন কিছু নয়। তবে বিরোধীদের পক্ষ থেকে বারবার এই সমস্ত অভিযোগ তোলা হলেও, তা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সদ্য তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিতে না দিতেই এবার এই ব্যাপারে মন্তব্য করে ঘাসফুল শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে তিনি বিরোধীদের হাতে তৃণমূল বিরোধিতার নয়া অস্ত্র তুলে দিলেন বলেও মনে করছেন একাংশ। যেখানে সরাসরি গত পঞ্চায়েত নির্বাচনের পুলিশকে দিয়ে ভোট গণনায় কারচুপি করিয়েছিল তৃণমূল বলে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বুধবার ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দান বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়ে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী বলেন, “মাঝরাতে পুলিশকে দিয়ে ভোট গণনায় কারচুপি করিয়েছিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়ায় মানুষ যেটুকু ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, তারা বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু আমি জানি, পঞ্চায়েত নির্বাচনের সময় কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। বিডিও অফিসের সামনে বন্দুক বোমা নিয়ে ঘিরে রাখা হয়েছিল। মাঝরাতে গণনায় কারচুপি করা হয়েছিল। আর এভাবেই তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম ও জেলা পরিষদ দখল করেছে।” শুধু তাই নয়, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলা পরিষদ বিজেপি দখল করেছিল বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী।

স্বাভাবিক ভাবেই এতদিন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিয়ে যেভাবে গণনায় কারচুপি করার বিস্ফোরক অভিযোগ তুললেন শাসকদলের বিরুদ্ধে, তাতে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের যতদিন ছিলেন, ততদিন শীর্ষস্তরের নেতা ছিলেন। স্বাভাবিক ভাবেই তৃণমূলের অন্দরমহলের সমস্ত খবর সম্পর্কে তিনি অবহিত। তাই বিজেপিতে যোগ দিতে না দিতেই প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে।

এমনিতেই বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ তোলে। আর সদ্য বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে গত পঞ্চায়েত নির্বাচনের কথা বলে তৃনমূলের বিরুদ্ধে গণনায় কারচুপি করার অভিযোগ তুললেন, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে এখন ঘাসফুল শিবির কতটা চাপে পড়ে এবং তৃনমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!