এখন পড়ছেন
হোম > রাজ্য > স্থায়ী চাকরির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই তীব্র বিক্ষোভ, অকাতরে পুলিশের লাঠিচার্জ – উত্তপ্ত শিল্পশহর

স্থায়ী চাকরির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই তীব্র বিক্ষোভ, অকাতরে পুলিশের লাঠিচার্জ – উত্তপ্ত শিল্পশহর

এবার নিজেদের দাবি নিয়ে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে দেখা করতে চাওয়ায় সিআইএসএফের দ্বারা প্রবল লাঠিচার্জের শিকার হলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রশিক্ষণরত কর্মীরা। সূত্রের খবর, ডিএসপি এবং এএসপি পরিদর্শনের জন্য গত বৃহস্পতিবারই দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দর সিং। আর মন্ত্রী এসেছে খবর পেয়েই ডিএসপিতে প্রশিক্ষণরত প্রায় 300 জন সকাল থেকেই ফুলের তোড়া নিয়ে দুর্গাপুর হাউসের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন।

এদিকে মন্ত্রীর সাথে দেখা করা যাবে না বলে সেই প্রশিক্ষণরত ব্যাক্তিদের সিআইএসএফের তরফ থেকে জানানো হলেও তারা গেট থেকে একচুলও নড়েননি। আর এরপরই সেই প্রশিক্ষণরতদের সঙ্গে সিআইএসএফের প্রবল ধস্তাধস্তি বেধে যায়। অভিযোগ, সেই সময় কনভয় নিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের দিকে সেই কেন্দ্রীয় মন্ত্রী যাওয়ার সময় তার গাড়ির পেছনে ছুটে যান কয়েকজন প্রশিক্ষণরত ব্যক্তি। কিন্তু তারপরও তারা মন্ত্রীর কোনরূপ দেখা পাননি।

এমনকি মন্ত্রীর সাথে দেখা করবার জন্য সিআইএসএফের প্রবল লাঠিচার্জের শিকার হন অনেক যুবতীও। আর সামান্য মন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবী জানাতে গিয়ে এইভাবে সিআইএসএফের দ্বারা লাঠিচার্জের শিকার হওয়ায় এদিন দুর্গাপুর হাউজের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই প্রশিক্ষণরতরা। ঠিক কি দাবি নিয়ে এসেছিলেন তারা?

এদিন এই প্রসঙ্গে সিআই এফএসএফের লাঠির আঘাতে জখম লক্ষীনারায়ন মাঝি বলেন, “আমরা সরকারি আইটিআই থেকে পাশ করে ডিএসপিতে প্রশিক্ষণ নিচ্ছি। কিন্তু আগে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের স্থায়ী চাকরি দেওয়া হলেও আমাদের এখনো চাকরি দেওয়া হচ্ছে না। মোটে 6,700 টাকা ভাতা দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। আর সেই জন্যই এই সমস্যা কথা জানাতে মন্ত্রীর কাছে এসেছিলাম। কিন্তু মন্ত্রীর সাথে দেখা করতে না দিয়ে আমাদের লাঠিচার্জ করে মাটিতে ফেলে মারধর করা হয়েছে।”

একই অভিযোগ করে এখানে প্রশিক্ষণরত সুস্মিতা মিত্র বলেন, “পুরুষ বাহিনী আমাদের মহিলাদের উপর মারধর করেছে। এটা সহিষ্ণুতার পরিচয় নয়। মন্ত্রী একবার গাড়ি থেকে নেমে দেখা করতেই পারতেন।” পাশাপাশি এই আন্দোলনকারীদের আরও অভিযোগ যে, এই সিআইএসএফের লাঠিচার্জের সমস্ত কিছু মন্ত্রীর সামনেই হয়েছে। তবে যদিও বা এই লাঠিচার্জের কথা অস্বীকার করেছেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরী বীরেন্দর সিং।

তিনি বলেন, “কয়েকজন কিছু দাবি জানাচ্ছিলেন, তারা তা জানাতেই পারেন। কিন্তু কাউকে মারধর করা হয়নি।” একইভাবে লাঠিচার্জের কথা অস্বীকার করেছেন জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘোড়ুইও। তবে এই ঘটনাকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার যে কতটা অসহিষ্ণুতা তা এ দিনের ঘটনা থেকেই প্রমাণিত। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ায় যেভাবে প্রশিক্ষণরতদের উপর হামলা করা হয়েছে তাতে আমরা তীব্র নিন্দা করছি।” সব মিলিয়ে এবার স্থায়ী চাকরির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে চাওয়ায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল শিল্পতালুক দুর্গাপুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!