এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় সুখবর: এবার করোনা রুখতে বাজারে এসে গেল অব্যর্থ ওষুধ? আজই উদ্বোধন করবে কেন্দ্র সরকার

বড়সড় সুখবর: এবার করোনা রুখতে বাজারে এসে গেল অব্যর্থ ওষুধ? আজই উদ্বোধন করবে কেন্দ্র সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্যাকসিনের পর আজ থেকে হাসপাতালে পাওয়া যাবে করোনার ওষুধ। শুনতে অবাক লাগলেও এখবর সত্যি। আজ দিল্লিতে করোনার ওষুধ যার নাম হলো ‘2-deoxy-D-glucose’, আজ তার উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এছাড়াও তাঁর সঙ্গে থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। জানা গেছে, করোনা রোধে এই ওষুধ অব্যর্থ। গত এক বছর ধরে এই ওষুধের ট্রায়াল চলছিল। তিনটি ট্রায়াল শেষ করার পর এবার জরুরী ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে করোনার এই ওষুধকে।

করোনার এই ওষুধ ‘2-deoxy-D-glucose’ তৈরি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স, যা ডিআরডিওর অধীনস্থ। এই ঔষধ প্রস্তুতির কাজে যথেষ্ট সাহায্য করেছে হায়দ্রাবাদের ডক্টর রেড্ডি ল্যাবরেটরি। এটি একটি গ্লুকোজ জাতীয় ওষুধ, যা জলে দিয়ে খেতে হয়। ভাইরাস আক্রান্ত কোষের ওপর এর প্রভাব পড়ে। ৬৫ বছর বয়স্কও এই ওষুধ খেতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

‘2-deoxy-D-glucose’ এর প্রথম টেস্ট শুরু হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। তখন ১০ টি রাজ্যের বহু হাসপাতালে মোট ১২০ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে এই ওষুধ দেয়া হয়েছিল। এরপর গত বছরের মে মাসে থেকে অক্টোবর মাস পর্যন্ত এর দ্বিতীয় ট্রায়াল চলে। প্রথমে ৬ টি হাসপাতালে, পরে ১১ টি হাসপাতালে এর পরীক্ষা করা হয় মোট ১১০ জন মানুষের ওপরে।

এরপর গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু করে এ বছরের মার্চ মাস পর্যন্ত ২২০ জন মানুষের ওপরে এই ওষুধের তৃতীয় ট্রায়াল চলেছিল। এরপরে, এই ওষুধকে জরুরী ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে গত ৮ ই মে। জানা যাচ্ছে যে সমস্ত রোগীকে এই ঔষধ দেওয়া হয়েছিল, তারা তাড়াতাড়ি সুস্থ হয়েছেন। বিভিন্ন রকম উপসর্গ থেকে দ্রুত তারা মুক্তি লাভ করেছেন। কিন্তু এখন এই ওষুধ শুধুমাত্র মাঝারি ও অধিক উপসর্গযুক্ত রোগীদের জন্য প্রয়োগ করা হবে।

করোনার এই ঔষধ আজ প্রথমে দিল্লির হাসপাতালগুলিতে পাঠানো হবে। পরে দেশের অন্যান্য হাসপাতালেও এই ওষুধ পাঠানো হবে। সম্প্রতি দেশে যেমন উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে করোনার ঔষধ বাজারে আসা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই, মনে করছেন বিশেষজ্ঞরা। এই ওষুধ সকলের হাতে পৌঁছে গেলে করোনার ভ্যাকসিন এর অভাব অনেকটাই মিটবে বলে, বিশেষজ্ঞদের আশা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!