এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ দেশের অর্থনীতিকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ দেশের অর্থনীতিকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: অমিত মিত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাসে করোনা সংক্রমনের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। লকডাউন এর ফলে দেশের অর্থনীতিতে ধস নেমেছে। দেশের উৎপাদন বহুলাংশে হ্রাস পেয়ে দেশের জিডিপি বৃদ্ধির হার যথেষ্টভাবে নিম্নগামী হয়ে গেছে। গতকাল সোমবার দেশের জিডিপির এই নিম্নগামী অবস্থা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ও শিল্প মন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করলেন।

অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুলে জানালেন যে, কেন্দ্রীয় সরকারের সমস্ত পদক্ষেপ দিশাহীন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, করোনা সংক্রমনের প্রারম্ভিক কালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ২০ লক্ষ্য টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এতে কোন কাজই হয়নি। তিনি অভিযোগ করেছেন, অধিক অর্থ ব্যয় করে দেশের অর্থনীতিকে সতেজ করার কোন প্রচেষ্টাও কেন্দ্রীয় সরকারের পক্ষে করা হয়নি। এরফলেই ব্যাপক হরে নিম্নমুখী হয়েছে দেশের অর্থনীতির হাল। বিশ্বের বিভিন্ন দেশে করোনার ব্যাপক সংক্রমণ ঘটলেও ভারতের মতো জিডিপি এতটা নিম্নগামী কোন দেশেই হয়নি।

ইতিপূর্বে অর্থমন্ত্রী রাজ্যগুলিকে কেন্দ্রের জিএসটি দানে অপারগ হওয়াকেও কটাক্ষ করেছিলেন। এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় দেশের অর্থনৈতিক অবস্থার এমন ভরাডুবি হয়েছে কিন্তু কেন্দ্র সরকার দোহাই দিচ্ছে ভগবানের। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” নোট বাতিল বা তড়িঘড়ি করে জিএসটি চালুর ব্যাপারটাও কি ঈশ্বরের লীলা ছিল? আসলে কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ গোটা দেশের অর্থনীতিকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর চাপের মুখে কেন্দ্র এখন ঈশ্বরের ঘাড়ে দোষ চাপাতে চাইছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রের মত দেশের জিডিপির নিম্নগামিতা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এ প্রসঙ্গে তিনি জানালেন, আত্মতুষ্টি ত্যাগ করে কেন্দ্রীয় সরকার ও সরকারের বিভিন্ন আমলাদের উপযুক্ত অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করা
প্রয়োজন।

গতকাল প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন নিজের লিঙ্কড ইন পেজের একটি পোস্টে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” বর্তমান সঙ্কট কাটিয়ে ওঠার জন্য আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। সরকারকে আরও সক্রিয় হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রাথমিক কিছু পদক্ষেপের পর সরকার খোলসের মধ্যে ঢুকে গিয়েছে বলে মনে হচ্ছে। আর্থিক বৃদ্ধির হারে এই ব্যাপক পতন নিয়ে আমাদের প্রত্যেকেরই উদ্বিগ্ন হওয়া উচিত।”

প্রসঙ্গত তিনি আরো জানান যে, দেশের জিডিপির ৩৯ শতাংশ পতন হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের ক্ষতির পরিমাণ যদি হিসাব করা যায়, তবে এই পতন আরো বেশি হবে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে তিনি জানালেন, কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, সরকার ভবিষ্যতের স্টিমুলাসের জন্য বেশি করে ভাণ্ডার মজুত করছে। কিন্তু সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হচ্ছে। অর্থনীতির দুরবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারের অধিক ভাবে আর্থিক প্যাকেজের রূপায়ণ করা প্রয়োজন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!