এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে এসেই এবার বড়সড় সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন সব্যসাচী দত্ত- জানুন বিস্তারিত

বিজেপিতে এসেই এবার বড়সড় সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন সব্যসাচী দত্ত- জানুন বিস্তারিত


লুচি-আলুর দম দিয়ে তার জার্নি শুরু হয়েছিল। বিজেপি নেতা মুকুল রায়ের হঠাৎই তার বাড়িতে চলে যাওয়া এবং লুচি-আলুরদম খাওয়াকে কেন্দ্র করে তৎকালীন তৃণমূলের হেভিওয়েট নেতা সব্যসাচী দত্তের বিজেপিতে যোগের সম্ভাবনা তৈরি হয়। তারপর নানা সময়ে সব্যসাচীবাবুর সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। যা তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলতে শুরু করে।

অবশেষে সম্প্রতি বেশ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তবে সব্যসাচীবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও তাকে বিজেপি কোন সাংগঠনিক দায়িত্ব দেবে! তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। কেননা তৃণমূল ছেড়ে এর আগে বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে দিয়ে বিজেপি কলকাতা পৌরসভা দখল করবে বলে মনস্থির করেছিল।

কিন্তু সেইভাবে শোভনবাবুকে কোনো পদ দেওয়া হয়নি। যার ফলে পদ না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছিল। ফলে সেদিক থেকে তৃণমূল ছেড়ে আর এক হেভিওয়েট নেতা সব্যসাচী দত্ত বিজেপিতে প্রবেশ করায় তাকে নিয়ে বিজেপির কি চিন্তা-ভাবনা হবে! তা নিয়ে প্রথম থেকেই নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে এক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়ের মত আচরণ সব্যসাচী দত্তের সঙ্গে করল না ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, 2020 সালে কলকাতা পৌরসভা ভোটের কথা মাথায় রেখে এবার বিজেপির বড় দায়িত্ব পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। জানা গেছে, কলকাতা দক্ষিণ, কলকাতা দক্ষিণ শহরতলি, কলকাতা উত্তর এবং কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক কাজে শীর্ষপদে বসানো হল প্রাক্তন এই তৃণমূল নেতাকে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির উপনির্বাচনে জয়ের জন্য চেষ্টা করা হলেও তিনটি কেন্দ্রে হেরে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর।

আর তারপরেই বিজেপি দলে নব্য-আদির দ্বন্দ্ব মেটাতে সচেষ্ট হয়েছে। আর এবার তৃণমূল থেকে আসা হেভিওয়েট নেতাদের গুরুত্ব দিতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে। সেদিক থেকে সব্যসাচী দত্তের মত পোড়খাওয়া রাজনীতিবিদকে পৌরসভা নির্বাচনের আগে বড়সড় দায়িত্ব দিয়ে কলকাতায় নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে সচেষ্ট হল বিজেপি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

নতুন দলে এসে এমন বড় দায়িত্ব পেয়ে কেমন লাগছে! এদিন এই প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, “দল যে দায়িত্ব দেবে, একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে তা পালন করার চেষ্টা করব।” সব মিলিয়ে বিজেপি তৃণমূল থেকে আসা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে গুরুত্ব দিয়ে পৌরসভা নির্বাচনের তার হাতে ব্যাটন তুলে দিলেও এখন সব্যসাচী দত্ত কতটা সফলতা পায়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!