এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নোবেল জয়ীর জমি বিতর্কে বিশেষ পদক্ষেপ বিশ্বভারতীর

নোবেল জয়ীর জমি বিতর্কে বিশেষ পদক্ষেপ বিশ্বভারতীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাস খানেক ধরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি প্রতীচীর জমি নিয়ে তীব্র বিতর্কর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি প্রতীচীর বেশ কিছুটা অংশ হলো বিশ্বভারতীর জমি। বিতর্ক ওঠার পরে, এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এই ইস্যুতে অর্থনীতিবিদের পাশে এসে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের জন্য তিনি দায়ী করেন কেন্দ্রকে। এবার এই বিতর্ক নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নিল বিশ্বভারতী।

গতকাল শনিবার বিশ্বভারতী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে জানানো হয়েছে যে, বিশ্বভারতীর ১১৩০ একর জমির মধ্যে প্রায় ৭৭ একর জমিই বেআইনিভাবে দখল হয়ে আছে। এরপর বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমিকে ঘিরে যে বিতর্ক উঠেছে, তার একটা সহজ নিষ্পত্তি সম্ভব, যদি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে সার্ভেয়ার এনে এই জমির মাপ নেওয়া যায়। এ পথেই এই বিতর্কের স্থায়ী মীমাংসা সম্ভব। এ বিষয়ে সরকারকে এগিয়ে এসে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমর্ত্য সেনের বাড়ির জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই আইনি পথে এর মীমাংসার কথা জানিয়েছিলেন অর্থনীতিবীদ অমর্ত্য সেন। এ সময় তিনি জানিয়েছিলেন যে, বিশ্ববিদ্যালয়ের যদি সত্যিই কোনো অভিযোগ থাকে, তাহলে তাঁকে চিঠি লিখতে পারতো। তিনি প্রশ্ন করেছেন, এই জমির মাপ কি করে জানল বিশ্ববিদ্যালয়? ৫০ বছর পর বলা হচ্ছে যে, তাঁর বাড়িতে কিছু গন্ডগোল আছে। কিসের ভিত্তিতে একথা বলা হচ্ছে? এর কি প্রমাণ বিশ্বভারতীর কাছে আছে? কোন কাগজপত্র কি আছে? একাধিক প্রশ্ন করেছিলেন তিনি। অমর্ত্য সেন জানিয়েছিলেন, এ বিষয়ে তিনি তাঁর আইনজীবীকে বলেছেন। এখনই কিছু করছেন না তিনি, তবে পরবর্তীতে তিনি নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।

এরপর, জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের জন্য তিনি দোষারোপ করে ছিলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবার জন্যই অমর্ত্য সেনের মতো মানুষকে হেনস্তা করছে কেন্দ্র। অমর্ত্য সেনকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাঁর পশে থাকার বার্তা দিয়ে। চিঠির পাল্টা জবাব দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অমর্ত্য সেন। এরপর জমি বিতর্কে অমর্ত্য সেনকে সমর্থন জানিয়ে চলে বুদ্ধিজীবীদের বিক্ষোভ মিছিল কলকাতায়।

এবার, এ প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানালেন যে, জমি নিয়ে রাজ্যের কোন দায় পরেনি। বিশ্বভারতী করার জন্য একসময় বহু মানুষ জমি দিয়েছিলেন, তাঁরা এখন তাঁদের জমি ফেরত পেতে চাইছেন। আগে বিশ্বভারতী তাঁদের জমি ফিরিয়ে দিক। এরপর অমর্ত্য সেনের জমি চাক বিশ্বভারতী। অন্যদিকে এ প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জানিয়েছেন যে, ক্যাম্পাসে অনেকেই বাস করছেন, অমর্ত্য সেন যেমন থাকেন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উপরে নয়, কোনো ব্যক্তিকে আলাদা ছাড় দেবার কথাও বলেনি বিশ্বভারতী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!