এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল নীতি আয়োগ! জানুন কি করতে হবে আপনাকে

চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল নীতি আয়োগ! জানুন কি করতে হবে আপনাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় আয়োগ সংস্থা বা নীতি আয়োগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা গঠিত ভারতের অর্থনৈতিক সংস্থা। ভারতবর্ষের আর্থিক যোজনাগুলির প্রতি লক্ষ্য রেখে ও রাজ্যগুলির আয়ের কথা ভেবে এই আয়োগের গঠন করা হয়েছে। ১ জানুয়ারি ২০১৫ তে স্থাপিত হওয়া এই নীতি আয়োগ বর্তমানে কর্মিপ্রার্থীদের জন্য কাজের সুযোগ নিয়ে আসছে বলেই জানা গেছে। একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের মাধ্যম:- সমস্ত প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২৪ তারিখ।

কোন কোন পদে নিয়োগ:- মোট ১৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে। যার মধ্যে সিনিয়র কনসালটেন্ট পদে ১জন, কনসালটেন্ট গ্রেড ১ পদে ৬ জন, কনসালটেন্ট গ্রেড ২ পদে ১জন, এবং ইয়ং প্রফেশনাল পদে ১০ জন নেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বয়সসীমা: আবেদনকারী ব্যক্তিকে সিনিয়ার কনসালটেন্ট পদের জন্য অনূর্ধ্ব ৬২ বছর, কনসালটেন্ট গ্রেড ১ পদের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর, কনসালটেন্ট গ্রেড ২ পদের জন্য অনূর্ধ্ব ৫০ বছর এবং ইয়াং প্রফেশনাল পদের জন্য অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

যোগ্যতা:
১) সিনিয়ার কনসালটেন্ট পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পাবলিক পলিসি, নিউট্রিশন, ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমাজবিজ্ঞানের কোনও শাখায় স্নাতকোত্তর বা MBBS ডিগ্রি থাকতে হবে।

২) কনসালটেন্ট গ্রেড ১ পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পাবলিক হেলথ, ইকোনমিকস বা সমাজ বিজ্ঞানের কোনও শাখায় স্নাতকোত্তর বা MBBS ডিগ্রি থাকতে হবে।

৩) কনসালটেন্ট গ্রেড ২ পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা BE/BTech ডিগ্রি থাকতে হবে।

৪) ইয়াং প্রফেশনাল পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা BE/BTech ডিগ্রি বা ম্যানেজমেন্টে দু’বছরের PG ডিপ্লোমা বা MBBS বা LLB বা CA বা ICWA ডিগ্রি থাকতে হবে।

বেতন: সিনিয়ার কনসালটেন্ট পদের জন্য মাসিক ২৬৫,০০০ থেকে ৩৩০,০০০টাকা, কনসালটেন্ট গ্রেড ১ পদের জন্য মাসিক ৮০,০০০ থেকে ১৪৫,০০০ টাকা, কনসালটেন্ট গ্রেড ২ পদের জন্য মাসিক ১৪৫,০০০ থেকে ২৬৫,০০০ টাকা এবং ইয়াং প্রফেশনাল পদের জন্য মাসিক ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!