এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে “বিদ্রোহ” মন্ডল সভাপতিদের! বিতর্ক রাজ্য পেরিয়ে সিধা কেন্দ্রে!

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে “বিদ্রোহ” মন্ডল সভাপতিদের! বিতর্ক রাজ্য পেরিয়ে সিধা কেন্দ্রে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এ ক্ষমতায় আসার টার্গেট রাখলেও বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল এখন তাদের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেভাবে নিজেদের দলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে সরব হচ্ছে, তাতে রীতিমত চিন্তায় গেরুয়া শিবির। এবার সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সরব হলেন মন্ডল সভাপতিরা।

আর এই গোটা ঘটনা জেলা থেকে রাজ্যকে অতিক্রম করে পৌঁছে গেল কেন্দ্রীয় নেতৃত্বের দরবার পর্যন্ত। যে ঘটনায় এখন প্রবল বিপাকে ভারতীয় জনতা পার্টি। বস্তুত এই নদীয়া জেলায় মতুয়া ভোটের একটি বিরাট অংশ ভারতীয় জনতা পার্টি নিজেদের দিকে আনতে চাইছে নদিয়া দক্ষিণ তাদের জন্য সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও  উত্তরে বিজেপির অবস্থা অতটা ভালো নয়। এমতাবস্থায় জেলা সভাপতি বনাম মন্ডল সভাপতিদের মধ্যেকার এই লড়াই বিজেপিকে আরও চাপে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বিজেপি সভাপতি আশুতোষ পালকে সরিয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা কমিটির সাধারণ সম্পাদক মহাদেব সরকারকে। কিন্তু গত বছর 13 ডিসেম্বর মহাদেববাবুকে সরিয়ে আবার আশুতোষ বাবুকে সভাপতি করা হয়। আর এরই মাঝে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছিল। জানা যায়, মহাদেববাবু 35 টি মন্ডলের মধ্যে প্রায় 30 টি তে নিজের অনুগামীদের নিয়োগ করেন।

আর এরপরেই আবার মহাদেববাবুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে নীচুতলার সংগঠনে যেহেতু তিনি তার লোকেদের বসিয়ে দিয়েছিলেন, সেহেতু মহাদেববাবুর জায়গায় আশুতোষবাবু হলেও সংগঠন সামলাতে গিয়ে তাকে অনেকটাই বাধার মুখে পড়তে হয়। জানা গেছে, বর্তমানে আশুতোষবাবু নিজের মত করে জেলা কমিটি তৈরি করলেও বেশীরভাগ মন্ডল কমিটি এবং শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা এখন তার বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। যা নিয়ে এখন তোলপাড় হয়েছে জেলা বিজেপির অন্দরমহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্ডল সভাপতিদের অভিযোগ, জেলা সভাপতি এবং জেলা কমিটি জেলা সাংগঠনিক কাঠামোতে গুরুত্ব না দিয়ে প্রতিটি স্তরে নিজেদের লোক দিয়ে কাজ পরিচালনা করছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হারানোর জন্য তৃণমূলের সঙ্গে আঁতাত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে মন্ডল সভাপতিদের তরফে। আর আশ্চর্যজনকভাবে মন্ডল সভাপতিদের 28 জন ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ব্যাপারে জেলা নেতৃত্বের বিরুদ্ধে লিখিত অভিযোগ পৌঁছে দিয়েছেন বলে খবর। আর এই ঘটনা নিয়েই এখন টালমাটাল পরিস্থিতি হয়েছে গেরুয়া শিবিরে।

যদিও বা মন্ডল সভাপতিদের এই অভিযোগ মানতে নারাজ আশুতোষবাবু। তার অনুগামীদের পাল্টা বক্তব্য, মন্ডল স্তরে আমাকে ব্যর্থ প্রমাণ করতে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে না। যার জেরে সব মন্ডলকে সক্রিয় হতে দেখা যাচ্ছে না। তাহলে কি তার অনুগামীরা মন্ডলের দায়িত্বে রয়েছেন জন্যেই আশুতোষবাবুকে তারা ঠিকমত কাজ করতে দিচ্ছেন না! যার ফলে বাড়ছে সমস্যা?

এদিন এই প্রসঙ্গে মহাদেব সরকার বলেন, “আমাকে সংগঠনের কাজে রাজ্যজুড়ে দৌড়তে হচ্ছে। তাই জেলায় কি হচ্ছে বলতে পারব না।” অন্যদিকে গোটা ঘটনাকে বিরোধীদের অপপ্রচার বলে দাবি করেছেন আশুতোষ পাল। তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে এবং তার ফলে বিজেপির অস্বস্তি যে ক্রমশ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ পৌঁছে যাওয়ার পর দল এই দ্বন্দ্ব বন্ধ করতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!