এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া শিবিরের বিধানসভার অংক গুলিয়ে দিতে বড়সড় পদক্ষেপ বামেদের? শামিল হতে চলেছে মহাজোটে?

গেরুয়া শিবিরের বিধানসভার অংক গুলিয়ে দিতে বড়সড় পদক্ষেপ বামেদের? শামিল হতে চলেছে মহাজোটে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কিছু সময় বাকি। তারপরেই অনুষ্ঠিত হবে বিহার বিধানসভার নির্বাচন। যে নির্বাচনকে কেন্দ্র করে করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনদিকে পাল্লা বেশি ভারী, তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই এই বিহারের নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এবার যে জেডিইউ এবং বিজেপি জোট করে লড়াই করবে, সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে গেছে সকলের কাছে। তবে এই জোটকে ধাক্কা দিতে এবার পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে বামেরা।

জানা গেছে, বিজেপি এবং জেডিইউ শিবিরকে কুপোকাত করতে এবার বিরোধী মহাজোটের ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে বামফ্রন্ট। সূত্রের খবর, বুধবার এই ব্যাপারে সিপিআই এবং সিপিএমের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই সিপিআই এবং সিপিএমের বেশকিছু নেতৃত্ব আরজেডি প্রেসিডেন্ট জগদানন্দ সিংহের সঙ্গে দেখা করেছেন বলে খবর। আগামী বিধানসভা ভোটে কিভাবে এগিয়ে যেতে হবে, তা নিয়ে কথা হয়েছে বলেও জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমানে বিহার বিধানসভায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তিনজন বিধায়ক রয়েছেন। কিন্তু সেখানে সিপিআই এবং সিপিএমের কোনো বিধায়ক নেই। তাই যদি এবারের নির্বাচনে এই দুই রাজনৈতিক দল তাদের তরফ থেকে প্রার্থী দিয়ে কাউকে যদি জিতিয়ে আনতে পারে, তাহলে বিজেপি এবং জেডিইউকে তারা অনেকটাই চাপে রাখতে পারবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তার কারণেই এতদিন ক্ষমতায় থাকা এই দুই রাজনৈতিক দলকে কিছুটা চাপে রাখতে বাম শিবিরের পক্ষ থেকে বিরোধী মহাজোট তৈরির ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে লালুপ্রসাদ যাদব কারাবন্দি থাকায় আরজেডি অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই বিহারে। বিরোধী দল বলে জেডিডিউ এবং বিজেপির কাছে তেমন ভাবে ফ্যাক্টর হিসেবে কাউকে দেখা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে বামেরা যদি বিরোধী মহাজোট তৈরি করে জেডিইউ এবং বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য ব্লু প্রিন্ট তৈরি করে, তাহলে বিহারের নির্বাচন জমে উঠতে পারে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, জেডিইউ এবং বিজেপি জোটকে আটকে দিতে বামেদের মহাজোট কতটা কার্যকরী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!