এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের খেলা শেষ, এবার একেবারে মমতার পরিবারে হানা ইডির ! তলব দুই হেভিওয়েট !

অভিষেকের খেলা শেষ, এবার একেবারে মমতার পরিবারে হানা ইডির ! তলব দুই হেভিওয়েট !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আজ আবার নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী 3 তারিখ তাকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও হিসেবে তলব করা হয়েছে। তবে তিনি যাবেন কি যাবেন না, সেটা পরের বিষয়। কিন্তু এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে হানা দিয়ে ফেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং তার সহধর্মিনীকে তলব করা হয়েছে। যারা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা। আর এই প্রথম নতুন এই দুইজনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করার কারণে রীতিমত উজ্জীবিত বিরোধী শিবির।

সূত্রের খবর, আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার মা লতা বন্দোপাধ্যায়কে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এদিনই তাদের নোটিশ পাঠানো হয় বলে খবর। বস্তুত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মা এবং বাবা এই লিপস আন্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর বলে খবর। তাই তাদের কাছ থেকে নিয়োগ দুর্নীতির ব্যাপারে যে কোম্পানির নাম জড়িয়েছে, তার সম্পর্কে যাবতীয় তথ্য নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই এবার তদন্তের মোড় ঘোরাতে তাদের এই তলব বলেই মনে করছেন একাংশ। তবে এই তলব যে রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

বিরোধীদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতদিনে কাজের মত কাজ করেছে। তবে শুধু ডাকাডাকির মধ্যে আটকে থাকলে হবে না‌। এবার নিতে হবে পদক্ষেপ। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের অনেক রাঘববোয়াল জড়িত। যে যুবনেতা এত বড় বড় কথা বলেন, তাকে এতবার ডাকা হয়েছে। কিন্তু তারপরেও তার লজ্জা নেই। তবে এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ইডির এই তলব খুব সিরিয়াস হিসেবেই দেখছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কারণ যে দুইজন সদস্যকে তলব করা হয়েছে, তারা রাজনীতির সঙ্গে জড়িত নন। তাই তাদের হয়ে প্রতিহিংসা পরায়ণ আচরণের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে হয়ত তোলা হবে। কিন্তু সেই অভিযোগ ধোপে টিকবে না বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আদালতের পক্ষ থেকে ভর্ৎসিত হওয়ার পর ইডি কিছুটা জেগে উঠেছে। তবে তাদের এই জেগে ওঠা সত্যিই আন্তরিক নাকি আইওয়াশ, তা সময় বলবে। কিন্তু যেভাবেই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই তলব সমস্ত খবরকে পেছনে ফেলে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এটাই রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। কারণ একদিকে অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যেমন যোগ রয়েছে, ঠিক তেমনই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবা। অপরদিকে এই অমিতবাবু এবং লতাদেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং ভাইয়ের স্ত্রী। তাই সবদিক থেকেই তাদের তলব তৃণমূল নেত্রী এবং তার ভাইপোর অস্বস্তি বৃদ্ধি করার জন্য যথেষ্ট। দিনের শেষে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!