এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেওয়াল লিখনকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে, এলাকাজুড়ে তীব্র আতংক

দেওয়াল লিখনকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে, এলাকাজুড়ে তীব্র আতংক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত গড়াচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে আর বিশেষ দেরি নেই। ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ্যে এসে গেছে। কারোর সম্পূর্ণ বা কারোর কিয়দংশ। যথারীতি প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথে জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কিন্তু দেওয়াল লিখন ঘিরেই এবার তুমুল উত্তেজনা ছড়াল কল্যাণী গয়েশপুর এলাকায়। জানা যাচ্ছে, দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল শিবিরের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠেছে, গেরুয়া শিবিরের ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর।

জানা গিয়েছে, কল্যাণীর গয়েশপুর এলাকার যখন বিজেপি কর্মীরা দেওয়াল লিখতে যায়, তখন বাধা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। গেরুয়া শিবির থেকে এই হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তৃণমূল শিবিরের কর্মী সমর্থকদের। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে আনন্দপুরী এলাকায় বিজেপির হয়ে দেওয়ার লিখছিলেন গয়েশপুর শহর মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল সহ আরো বেশ কয়েকজন। ঠিক সে সময় স্থানীয় এক দুষ্কৃতী তাঁর দলবল নিয়ে ওই জায়গায় হাজির হয় এবং শুরু হয় উত্তপ্ত কথাবার্তা। বাদানুবাদ বেড়ে যাওয়ার পরেই শুরু হয় মারধর। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মারধরের ঘটনায় ছয়জন বিজেপি কর্মী গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। জখমদেরকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 এ প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বরূপ কুলভি জানিয়েছেন, যখন গয়েশপুরের মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল এবং বেশ কয়েকজন 14 নম্বর ওয়ার্ডে দেওয়ার লিখছিলেন, ঠিক সে সময় তাঁদের ওপর অতর্কিতে শাসকদলের কর্মীসমর্থকরা হামলা চালায়। অন্যদিকে জানা গিয়েছে, শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি। অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূল শিবিরের নেতা মানিক পাল জানিয়েছেন, এ ধরনের কোনো খবর নেই। বরং তিনি পাল্টা অভিযোগ করেন, 14 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দিয়েছিল বিজেপি।

সব মিলিয়ে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। পাশাপাশি তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আপাতত আহতদের চিকিৎসা চলছে। অন্যদিকে যেভাবে রাজনৈতিক হিংসা ক্রমাগত বেড়ে চলেছে রাজ্যজুড়ে, তাতে আগামী দিনে এই রাজনৈতিক গণ্ডগোলের সম্ভবনা আরো বাড়বে বৈ কমবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজনৈতিক হিংসা আটকাতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত দেখার ভোটের মুখে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা কতটা নিষ্ক্রিয় করতে পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!